নিউজ ডেস্ক কলকাতা,২ অক্টোবর: অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের আঙুল উঠেছে পরিচালক অনুরাগ কাশ্যপের উপর। এই অভিযোগের ভিত্তিতেই পরিচালককে ভরসোভা থানায় বসিয়ে বৃহস্পতিবার প্রায় ৮ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্রের খবর সেখানেই পরিচালক পায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন ব্যাক্তিগত ভাবে তিনি পায়েলকে চেনেন না। তিনি জিজ্ঞাসাবাদে জানান কখনও পায়েলের সঙ্গে বাড়ি বা অফিসে দেখা হয়নি তাঁর। থানায় ঢোকার সময় অনুরাগের হাতে বেশ কিছু নথি দেখতে পাওয়া যায়। পরিচালকের পৌছনোর কিছুক্ষণ পরেই থানায় হাজির থাকতে দেখা যায় তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানিকে।
আরও পড়ুন… স্বস্তি! বাড়ছে না রান্নার গ্যাসের দাম
এমতবস্থায় শারীরিক পরীক্ষার জন্য পায়েলকে মুম্বাইয়ের আন্ধেরীর একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের কাছে অভিনেত্রীর আর্জি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে তিনি অনশন করবেন।