কংগ্রেসের মন্ত্রিসভার শপথে কর্নাটক যাচ্ছেন না মমতা! কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হলেও কর্নাটকের নতুন মন্ত্রিসভার শপথে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বেঙ্গালুরুতে শনিবারের শপথে তাঁদের দলেন প্রতিনিধি হিসাবে হাজির থাকবেন লোকসভার সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার। ২০১৮ সালের ১৩ মে কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনিয়া গান্ধী (Sonia Gandhi)-সহ বিরোধী দলগুলির অনেক নেতা সেখানে ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ মে কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথে গিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। বিজেপি বিরোধী নেতাদের সেই ‘ঐতিহাসিক’ সমাবেশে সনিয়া ও রাহুল গান্ধী (Rahul Gandhi), সীতারাম ইয়েচুরি, চন্দ্রবাবু নায়ডু, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পওয়ার, অজিত সিংহদেরও দেখা গিয়েছিল এক মঞ্চে। এ বারও কংগ্রেস এবং তার সহযোগী ডিএমকে, এনসিপি, জেডিইউ, আরজেডির মতো দলগুলির নেতাদের শনিবার বেঙ্গালুরুতে দেখা যাবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের পাশাপাশি আরও কয়েক জন মন্ত্রী সকাল সাড়ে ১১টায় শপথ নেবেন বলে কংগ্রেস (Congress)সূত্রের খবর।
আরও পড়ুন – ভানুর মৃত্যুতে তৃণমূলের বড় ক্ষতি বললেন শুভেন্দু পাল্টা জবাব দিলেন কুণাল
টুইটারে শুক্রবার ডেরেক লিখেছেন, ‘‘কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তাঁর অন্য সহকর্মীরা সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আগামিকালের (শনিবার) শপথ অনুষ্ঠানের জন্য ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি (মমতা) তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। শপথের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকসভায় তৃণমূলের সহকারী দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে (Kakali Ghosh Dastidar)মনোনীত করেছেন।’’
The CM designate of Karnataka Mr Siddaramaiah & his other colleagues called to personally invite @AITCofficial Chairperson & Bengal CM Mamata Banerjee for swearing-in tomorrow
She conveyed her best wishes & designated @kakoligdastidar #TMC Deputy Leader in LS to attend ceremony
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 19, 2023
২০১৮ সালে কর্নাটক মন্ত্রিসভার শপথে নিজে গেলেও মমতা এ বার তাঁর প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদারকে।
আরও পড়ুন – বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, ভিজবে তিলোত্তমাও
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )