নিজস্ব সংবাদদাতা ৩ডিসেম্বর ২০২০উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বাঁকড়া এলাকার ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে বাঁকড়া ফুটবল মাঠের এলাকায় তৃণমূলের পার্টি অফিস রয়েছে।
সেই পার্টি অফিস দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে। এর সঙ্গে বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। আজ ভোর বেলায় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব গিয়ে দেখে তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। সেখানে দলীয় পতাকা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। তদন্তে পুলিশ। কে বা কারা এই পার্টি অফিসের ওপর হামলা চালাল। পুলিশ আশেপাশে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়ার চেষ্টা করছে, কেন দুষ্কৃতীরা হামলা করল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদ আছে এসবের পিছনে সব কিছুর তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।