নিজস্ব সংবাদদাতা ২৯ ডিসেম্বর ২০২০ পূর্ব মেদিনীপুর: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যে জেলায় জেলায় রাজনৈতিক বিশৃঙ্খলা খবর অব্যাহত।
এই পরিস্থিতিতে এলাকায় যাতে রাজনৈতিক বিশৃঙ্খলা না হয় তার জন্য শুরু হল বিশেষ প্রশিক্ষণ শিবির। কিভাবে জেলায় রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতিতে সামাল দিতে হবে পাশাপাশি বন্ধুক ছাড়া রাবার বুলেট, কাদানে গাস বাবহার করে কী ভাবে পরিস্তিতি মোকাবিলা করতে হবে তারই জেলা ব্যাপী সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে এক দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তগর্ত পাঁশকুড়া বনমালী কলেজে ময়দানে। এসডিপিও তমলুক অতিস বিশ্বাসের নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবির চলছে। উপস্থিত আছে সিআই নন্দকুমার, সিআই তমলুক, তমলুক মহকুমার সমস্ত ওসি সহ অফিসাররা। মূলত রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে এলাকার সাধারন মানুষকে সুরক্ষা রাখার লক্ষ্যে রাজ্য প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন…বড়ঞায় বৈদ্যুতিক তারে সংযুক্ত হয়ে আগুনে ভস্মীভূত হলো চলন্ত গাড়ি