মেদিনীপুর মেডিকেল কলেজে ড্রাগ সেনসিটিডিটি টেস্টিং ল্যাব সেন্টারের উদ্বোধন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে শুরু হলো ড্রাগ সেনসিটিভিটি টেস্টিং ল্যাব। কলকাতা, উত্তরবঙ্গ, বাঁকুড়া, বর্ধমানের পর রাজ্যে এটি পঞ্চম। এর দ্বারা পশ্চিমাঞ্চল- এর জেলাগুলির টি বি রোগীরা উপকৃত হবেন। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আয়েশা রানী।
উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী , মাইক্রো বাইলোজির বিভাগীয় প্রধান । টি বি রোগীদের মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট আছে কিনা তা জানার জন্য প্রতিটা রোগীর ড্রাগ রেজিস্টেন্ট টেস্ট অত্যাবশ্যক। আগে এই ধরনের টেস্টের জন্য রোগীকে কলকাতায় পাঠাতে হতো ,কফ স্যাম্পল পাঠাতে হতো। এখন থেকে জেলাতেই এই পরিষেবা পাবেন রোগীরা। এর ফলে প্রতি বছর প্রায় ৭ হাজার টি বি রোগী উপকৃত হবেন।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে শুরু হলো ড্রাগ সেনসিটিভিটি টেস্টিং ল্যাব। কলকাতা, উত্তরবঙ্গ, বাঁকুড়া, বর্ধমানের পর রাজ্যে এটি পঞ্চম। এর দ্বারা পশ্চিমাঞ্চল- এর জেলাগুলির টি বি রোগীরা উপকৃত হবেন। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আয়েশা রানী।
উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী , মাইক্রো বাইলোজির বিভাগীয় প্রধান । টি বি রোগীদের মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট আছে কিনা তা জানার জন্য প্রতিটা রোগীর ড্রাগ রেজিস্টেন্ট টেস্ট অত্যাবশ্যক। আগে এই ধরনের টেস্টের জন্য রোগীকে কলকাতায় পাঠাতে হতো ,কফ স্যাম্পল পাঠাতে হতো। এখন থেকে জেলাতেই এই পরিষেবা পাবেন রোগীরা। এর ফলে প্রতি বছর প্রায় ৭ হাজার টি বি রোগী উপকৃত হবেন। ড্রাগ সেনসিটিডিটি