মাত্র ৭৮ রানে অল-আউট ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত (India)

মাত্র ৭৮ রানে অল-আউট ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত (India)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
India
মাত্র  ৭৮ রানে অল-আউট ক্রিকেটের  অন্যতম পরাশক্তি ভারত (India)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বলা যায় লজ্জাজনক হার।   ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৮ রানে অল-আউট হয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারত (India)। যা ইংল্যান্ডের মাটিতে তাদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ৪২ ও ৫৮ রানে অল আউট হয়েছিল ভারত।

 

জানা যায়, টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার ৪ বলে ইংলিশ পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ১০ উইকেট হারিয়ে বসে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের অধিনায়কের পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকর করেছেন জেমস অ্যান্ডারসন-স্যাম কারান ও ক্রেইগ ওভারটন-অলিভার রবিনসনরা।

 

ভারতের (India) হয়ে সর্বোচ্চ ১৯ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে ওভারটন ও অ্যান্ডারসন তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কারান ও রবিনসন নিয়েছেন দুটি করে উইকেট। এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজেভাবে হয় ভারতের। ইনিংসের চতুর্থ বলে আউট হয় লোকেশ রাহুল। ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তিনে নেমে থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারাও।

 

গুড লেন্থে ফেলে দারুণ এক ইন সুইঙ্গারে পূজারাকে পরাস্ত করেন অ্যান্ডারসন। এপপর ভারত শিপবে আবারও আঘাত হানে অ্যান্ডারসন। তার বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২১ রানে ৩ উইকেট হারানো ভারতকে (India) খানিকটা টেনে তোলার চেষ্টা করেন আজিঙ্কা রাহানে।

 

আর ও খবর    কারাগারে মশার কামড়ে ঘুমাতে না পেরে অশান্তিতে পরীমনি (Porimoni)

 

যদিও তাদের সেই চেষ্টায় সফল হতে দেননি রবিনসন। তার পঞ্চম স্টাম্পের বল খেলতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ আউট হন রাহানে। ৫৪ বলে ১৮ রান করে রাহানে ফিরলে ভাঙে রোহিতের সঙ্গে তার ৩৫ রানের জুটি। ঋষভ পান্ত সাজঘরে ফিরেছেন থিতু হওয়ার আগেই। ভারতের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। তবে ওভারটনের আউট সাইড অফ স্টাম্পের বাইরের বাউন্সার বলে পুল করতে গিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। ১৯ রান করে রোহিত ফেরার পর আর কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি।

 

শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন কারান। তবে সিরাজ কারানের বল ভালোভাবে সামাল দেয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাঁহাতি এই পেসারের। এরপর ইশান্ত শর্মা দ্রুত রান তোলার চেষ্টা করলেও সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ভারত অল আউট হয় মাত্র ৭৮ রানে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top