তালিবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতের ( India ) রাষ্ট্রদূতের বৈঠক !

তালিবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতের ( India ) রাষ্ট্রদূতের বৈঠক !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
India

 

 

তালিবান নেতার সঙ্গে কাতারে নিযুক্ত ভারতের ( India )  রাষ্ট্রদূতের বৈঠক !
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের এক নেতার সঙ্গে ( India ) কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক করেছেন ভারতের এক প্রতিনিধি। দুই পক্ষের মধ্যে হওয়া প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটা। কাতারে নিযুক্ত ভারতের ( India ) রাষ্ট্রদূতের সঙ্গে তালেবান নেতার মধ্যেকার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রী।

 

পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ট মিত্রতা থাকার কারণে সংগঠনটিকে নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। বিদেশ মন্ত্রী জানিয়েছে, দুই পক্ষ আফগানিস্তানে থেকে যাওয়া ভারতীয়দের ( India ) নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রী জানায়, দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে থাকা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে  আফগানিস্তানে রাষ্ট্রদূত দীপক মিত্তাল সাক্ষাৎ করেন।

 

আর ও পড়ুন    প্রশাসনের তত্পরতায় কমেছে করোনার প্রভাব, শিলিগুড়িতে খোলা সমস্ত বাজার ( Market )

 

তালেবান নেতার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত দীপক মিত্তাল উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত-বিরোধী যোদ্ধারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের দেশে হামলা বাড়াতে পারে। বিদেশ মন্ত্রী জানিয়েছে, এর জবাবে ‘তালেবান মুখপাত্র আশ্বস্ত করে বলেছেন যে, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।’

 

গত কয়েকদিন আগে তালেবান নেতা আব্বাস স্টানেকজাই স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তালেবানরা ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায়। তবে দোহায় অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

 

সংবাদ সুত্রে জানা গিয়েছে, মূলত পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ট মিত্রতা থাকার কারণে সংগঠনটিকে নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। বিদেশ মন্ত্রী জানিয়েছে, দুই পক্ষ আফগানিস্তানে থেকে যাওয়া ভারতীয়দের ( India ) নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রী জানায়, দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে থাকা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে  আফগানিস্তানে রাষ্ট্রদূত দীপক মিত্তাল সাক্ষাৎ করেন।

 

তালেবান নেতার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত দীপক মিত্তাল উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত-বিরোধী যোদ্ধারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের দেশে হামলা বাড়াতে পারে। বিদেশ মন্ত্রী জানিয়েছে, এর জবাবে ‘তালেবান মুখপাত্র আশ্বস্ত করে বলেছেন যে, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top