Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের হারাল ভারত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের হারাল ভারত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের হারাল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ৪ স্থানীয় ক্রিকেটারকে ডাকল ভারত

আর কয়েকদিন বাকি বিশ্বকাপের। তার আগে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ ছিল। আর সেই সিরিজে ইন্দোরে ভারতের সঙ্গে কোনওমতেই পেরে উঠল না অস্ট্রেলিয়া। তারা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের আগে সিরিজ হারল ভারতের কাছে। ঘরের মাঠে ভারতীয় দল ভয়ঙ্কর, সেটি আরও একবার প্রমাণিত।
রবিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ৩৯৯ রান, পাঁচ উইকেটে বিনিময়ে। জবাবে অস্ট্রেলিয়া করতে পেরেছে ২১৭ রান। এ ম্যাচে ভারতের ব্যাটারদের পাশাপাশি বোলারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ওয়ান ডে বিশ্বকাপের আগে অজিদের ৯৯ রানে হার তাদের মনোবলে ধাক্কা দেবে।

আরও পড়ুনঃ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ৩১৭ রান। যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ। তখনই বোঝা গিয়েছিল কামিন্সহীন অজিদের কাছে বড় হার অপেক্ষা করে রয়েছে। তাই হল শেষমেশ। বড় রানের চাপে দিশেহারা হয়ে গিয়েছেন স্টিভ স্মিথের দল।

 

অস্ট্রেলিয়ার একটা সময় ১০১ রানে পাঁচ উইকেট পড়ে যায়। প্রথমে বুমরার পরিবর্তে মাঠে নামা প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেন ওপেনার ম্যাথু শর্ট (৯) ও অধিনায়ক স্মিথকে (০)। নয় রানে দুই উইকেট পড়ে যাওয়ার পরে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার (৩৯ বলে ৫৩)। না হলে বাকিরা ভারতের স্পিন আতঙ্কে উইকেট দিয়ে চলে গিয়েছেন।

 

অশ্বিন দেখালেন তিনি এখনও যে কোনওদিন সেরা বোলার হওয়ার ক্ষমতা রাখেন। তিনি উইকেট তুলে নিয়েছেন পাঁচ ওভার হাত ঘুরিয়েই। এমনকী রবীন্দ্র জাদেজা দুই উইকেট নেন প্রথম স্পেলে ৪২ রানে।

 

লাবুশানেকে যেভাবে বোল্ড করেছেন অশ্বিন, সেটি দিনের সেরা ডেলিভারি। যদিও এটাও ঠিক, ভারতের বোলারদের বেধড়ক মেরেছেন জস হ্যাজেলউড ও শিন অ্যাবট। এই জুটি দেখিয়ে দিয়েছে, এই পিচে দ্বিতীয় ইনিংসে আদৌ কোনও জুজু ছিল না। তাঁরা যেভাবে ছয় ও চারের মেলা বসিয়েছিলেন, কোচ দ্রাবিড়কে চিন্তায় রেখেছিল।

 

শেষবেলায় এই জুটিকে থামালেন মহম্মদ শামি, তিনি ২৩ রানে বোল্ড করলেন হ্যাজেলউডকে। শিন অ্যাবটকে স্পিনে ঘায়েল করলেন জাদেজা। তিনি তিনটি উইকেট নিলেন অশ্বিনের মতোই। অজিদের দলের পক্ষে আট নম্বরে নেমে অ্যাবটের লড়াই মনে রাখবেন ইন্দোরের দর্শক। তিনি করলেন ৩৬ বলে ৫৪ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি। হ্যাজেলউডের ইনিংসে রয়েছে দুটি ওভার বাউন্ডারি ও দুটি চার।

 

ভারতীয় দলের হয়ে এ ম্যাচে ব্যাটারদের ভূমিকা বেশ প্রশংসনীয়। জোড়া সেঞ্চুরি করেছেন শুভমন গিল (১০৪) ও শ্রেয়স আইয়ার (১০৫)। এমনকী রান পেয়েছেন অধিনায়ক কেএল রাহুল (৫২) ও সূর্যকুমার যাদব (৭২)।

en.wikipedia.org

en.wikipedia.org

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top