টিভির সামনে অপেক্ষারত হাজার হাজার দর্শক, সম্প্রচারিত হলই না অরিজিতদের শো

টিভির সামনে অপেক্ষারত হাজার হাজার দর্শক, সম্প্রচারিত হলই না অরিজিতদের শো

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। টানটান উত্তেজনা দর্শক মহলে। আর এই ম্যাচের আগে এদিন স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা ছিল। যেখানে পারফর্ম করবেন বলিউডের তারকা গায়কেরা। কিন্তু, ম্যাচের ঠিক আগে ব্রডকাস্টার স্টার স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না। টুইট করে জানানো হয় যে শুধুমাত্র যে দর্শকেরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, তাঁরাই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ব্রডকাস্টার তা করতে পারবে না। এই অনুষ্ঠানে অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং, শ্রদ্ধা কাপুর এবং সুনিধি চৌহান পারফরম্যান্স করেছেন।

আরও পড়ুনঃ প্রসেনজিতের ‘দশম অবতার’ -কে শুভেচ্ছা বলিউডের সিংগমের

এর পিছনে যে কারণটা থাকতে পারে, তা হল এই যে স্টার স্পোর্টসের কাছে এই অনুষ্ঠান সম্প্রচার করার স্বত্ত্ব ছিল না। একেবারে শেষমুহূর্তে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। সেকারণে স্টার স্পোর্টস তা সম্প্রচারের সত্ত্ব পায়নি।  তা হল এই যে স্টার স্পোর্টসের কাছে এই অনুষ্ঠান সম্প্রচার করার স্বত্ত্ব ছিল না। একেবারে শেষমুহূর্তে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। সেকারণে স্টার স্পোর্টস তা সম্প্রচারের সত্ত্ব পায়নি।

 

ভারত বনাম পাকিস্তান এই ম্যাচের উপর গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে। এই পরিস্থিতিতে এই অনুষ্ঠানের উপরও সকলের নজর ছিল। সকলেই এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু, স্টার স্পোর্টসের এই ঘোষণার পর কোটি কোটি সমর্থক কার্যত হতাশ হয়ে পড়লেন। কারণ ম্যাচের আগে তাঁরা এই পারফরম্যান্স উপভোগ করতে পারলেন না। এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়নি। আশা করা হয়েছিল, সেই অনুষ্ঠানের ক্ষতিপূরণ করা হবে। প্রত্যেকটা বড় টুর্নামেন্টের আগেই একটা করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু, এবারের ক্রিকেট বিশ্বকাপে তেমন কোনও ছবি দেখতে পাওয়া গেল না।

 

এই ম্যাচটি উপভোগ করার জন্য গোটা স্টেডিয়াম কার্যত উপচে পড়েছে। চারদিকে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে। এই ম্যাচের টিকিটের জন্য সকলেই হা-পিত্যেশ করে বসেছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ মঞ্চে ভারত বনাম পাকিস্তান অষ্টম ম্যাচ। গত ৭ বারই পাকিস্তানকে হারতে হয়েছে। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় রোহিতরা।

en.wikipedia.org