বেঘোরে প্রাণ গেল প্রবাসী ভারতীয়,উগান্ডায় গুলিতে ঝাঁঝরা প্রবাসী ভারতীয়, ঋণের টাকা চাইতে গিয়ে বেঘোরে প্রাণ দিতে হল প্রবাসী এক ভারতীয়কে। হত্যাকারী একজন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে উগান্ডায়। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। খুনের ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গত ১২ মে রাজধানী কাম্পালায় উত্তমের বাড়িতে আসেন পুলিশকর্মী ইভানের। ঋণের টাকা নিয়ে সেই সময় দু’জনের মধ্যে শুরু হয় বচসা। এই বচসা চলাকালীন একে-৪৭ অ্যাসল্ট রাইফেল নিয়ে উত্তমের উপর চড়াও হয় ওই পুলিশকর্মী। গুলি করে হত্যা করা হয় প্রবাসী ভারতীয়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৯ বছর বয়সী প্রবাসী ভারতীয়র।
কাম্পালা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানিয়েছেন যে প্রবাসী ভারতীয়র উপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওয়াবওয়্যার। সঙ্গে আনা আগ্নেয়াস্ত্রটি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায় সে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করার পাশাপাশি ১৩টি কার্তুজ উদ্ধার করেছে। এরপর তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে, পুলিশকর্মীর হাতে উত্তম ভান্ডারি খুনের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। রাজধানীর প্রবাসী ভারতীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উগান্ডার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জিওফ্রে তুমুসিমে কাটসিগাজি। তাঁদের সঙ্গে দেখা করে দিয়েছেন নিরাপত্তার আশ্বাসও।
উগান্ডার প্রবাসী ভারতীয় উত্তম ভান্ডারির খুনের ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ভিডিয়োটিতে খুব কাছ থেকে ভান্ডারিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখা গেছে ধৃত পুলিশকর্মী ওয়াবওয়্যারকে।
আরও পড়ুন – কয়লা পাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর-সহ দুই ‘প্রভাবশালী’র,
উগান্ডা পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ভারতীয় নাম উত্তম ভান্ডারি। তিনি উগান্ডার একটি আর্থিক সংস্থা টিএফএসের প্রধান ছিল। বেশ কয়েকদিন আগে ওই আর্থিক সংস্থা থেকে ধৃত পুলিশকর্মী ইভান ওয়াবওয়্যার উগান্ডার মুদ্রায় ২.১ মিলিয়ন শিলিং বা ভারতীয় মুদ্রায় ৪৬ হাজার টাকা ঋণ নেয়। বারবার ঋণের টাকা পরিশোধ করতে বললেও, এড়িয়ে যায় ওই পুলিশকর্মী।