ব্যক্তিগত আয়করে ছাড়! ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ব্যক্তিগত আয়করে ছাড়! ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সীতারমণ

ব্যক্তিগত আয়করে ছাড়! ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, কয়েক বছর ধরে চাকুরিজীবীদের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি পূরণ হয়নি। এবার কি সেই দাবি পূরণ হবে? তা নিয়ে বাড়ছে জল্পনা। মধ্যবিত্ত শ্রেণির কাছে বাজেটের সব থেকে আকর্ষণীয় বিষয় হল আয়কর সংক্রান্ত কোনও ঘোষণা। ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কী বললেন অর্থমন্ত্রী বাজেট ঘোষণায়? দেখে নিন

 

 

 

  • ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা।
  • ৫টি বড় সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছি যাতে মধ্যবিত্ত শ্রেণির বড় উপকার হবে।
  • যারা ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাদের এখন কোনও কর দিতে হয় না। সেই ধাপ আরও ২ লক্ষ টাকা বাড়ানোর প্রস্তাব করছি। অর্থাৎ ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনও আয়কর দিতে হবে না।
  • বর্তমানে করের হারের ৬টি হার বা স্ল্যাব রয়েছে। তা কমিয়ে ৫ টি করার প্রস্তাব করছি।
  • নতুন কর ব্যবস্থায় ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে করের হার হবে শূন্য শতাংশ (০ %)।
  • ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ হারে।
  • ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ হারে।
  • ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১৫ শতাংশ হারে।
  • ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ২০ শতাংশ হারে।
  • ১৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।
  • অর্থাৎ কারও বার্ষিক আয় ৯ লক্ষ টাকা হলে নতুন কর ব্যবস্থায় তাঁকে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। বর্তমানে তাঁকে ৬০ হাজার টাকা কর দিতে হয়। মানে তাঁর ১৫ হাজার টাকা সাশ্রয় হবে।
  • বর্তমানে কারও আয় ১৫ লক্ষ টাকা হলে নতুন ব্যবস্থায় তাঁকে ১.৫ লক্ষ টাকা কর দিতে হবে। বর্তমান ব্যবস্থায় তাঁকে কর দিতে হয় ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।

 

আরও পড়ুন – লখনউয়ের খারাপ পিচ নিয়ে হার্দিকের ঠিক উল্টো কথা সূর্যের মুখে

 

(সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....