বিশ্বকাপের আগেই বড়ো ধাক্কা, ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল

হাসপাতাল থেকে ছাড়া পেতেই আমেদাবাদের উদ্দেশ্যে গিল, তবে কী পাকিস্তানের ম্যাচে পাওয়া যাবে তাঁকে?

বিশ্বকাপ শুরুর আগেই বড়ো ধাক্কা টিম ইন্ডিয়ার। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুভমন গিল। তাই আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেতলে নামতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। আজ শুক্রবার তারকার শারীরিক একাধিক পরীক্ষার পর জানা যাবে। এবং সেই রিপোর্ট দেখে আদেও শুভমন খেলতে পারবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেমে টিম ম্যানেজম্যান্ট।  এই আবহে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়ত মাঠে নামতেই পারবেন না ফর্মে থাকা ওপেনার। এর জেরে বিশ্বকাপ যাত্রা শুরুর একদিন আগে নতুন মাথাব্যথা রোহিত শর্মার জন্য।

আরও পড়ুনঃ আগামী ৩২ ডিসম্বরের মধ্যে নিয়োগ মামলা শেষ করতে হবে, আদালত

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শুরু হলেও, ভারতের বিশ্বকাপ শুরু হবে আগামী রবিবার অর্থাৎ ৮ অক্টোবর। সেদিন চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের জার্নি শুরু করতে চলেছে ভারত। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটসম্যান শুভমান গিল ছাড়াই মাঠে নামতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যান বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করছে। তাঁর চিকিত্‍সা চলছে।

 

রবিবার চেন্নাইতে ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। বিশ্বকাপেও প্রথম থেকেই গিল ছন্দে থাকবেন বলে আশা করা হয়েছিল। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি জ্বরে কাবু।

 

রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার জ্বরে কাবু থাকা শুভমন গিলের রক্ত পরীক্ষা করা হয়। তা থেকেই জানা যায় যে তিনি ডেঙ্গি আক্রান্ত। এরপর থেকে তিনি চিকিৎসাধীন আছেন। আজ, শুক্রবার ফের গিলের রক্ পরীক্ষা হবে। এরপর টেস্টের ফলাফলের ওপর নির্ভর করবে তিনি রবিবারের ম্যাচে মাঠে নামতে পারবেন কি না।

 

গিল না খেললে ভারতের হয়ে ওপেন কে করবেন? মনে করা হচ্ছে গিল যদি একান্তই মাঠে না নামতে পারেন, তাহলে রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনে নামতে দেখা যেতে পারে ইশান কিশান বা কেএল রাহুলকে। তবে গত ৭ ইনিংসে গিলের যা ফর্ম ছিল, তা নিশ্চিত ভাবে মিস করবে ভারত। গত ৭ ইনিংসে গিলের ব্যাট থেকে এসেছে ৩টি অর্ধশতরানের ইনিংস এবং দু’টি সেঞ্চুরি।

en.wikipedia.org