নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৮ অক্টোবর,২০২০: শ্রমিক বিরোধী কালা কানুনের বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় মজদুর সংঘের তরফে গোটা দেশে জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে আজকে। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পথসভার আয়োজন করা হয়েছিল। এই আইনকে কালা কানুন নাম দিয়ে এর প্রতিবাদে সোচ্চার হয় মজদুর সংঘ।
অভিযোগ ২৯ টি শ্রমিক আইন চারটি কোডে মার্জ করেছে কেন্দ্র সরকার। ন্যুনতম মজুরীর কোড ছাড়া বাকি তিনটি কোড শ্রমিক বিরোধী আইনে পরিণত হয়েছে। যা শ্রমিকের ওপর বুলডোজার চালানোর মতো। এই আইনকে কালা কানুন নাম দিয়ে এর প্রতিবাদে সোচ্চার হয় মজদুর সংঘ। এই আইন বাতিলের দাবীতে সরব হয়ে এদিনের প্রতিবাদ কর্মসূচী। দার্জিলিং জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদক বিশ্বজিৎ গুহ জানান, চলতি মাসের ১০ তারিখ থেকে ১৬ তারিখ এই আইন বাতিলের দাবীতে চেতনা সপ্তাহ পালন করা হয়। জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন…বিজেপি নেতার খাটাল ভাঙল রেল প্রশাসন
তিনি হুশিয়ারী দেন, এরপরও কেন্দ্র সরকারের ঘুম না ভাঙলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তার অভিযোগ এদিন তারা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল কিন্তু পুলিশ প্রশাসনের অনুমতি না থাকায় তারা এদিন বাঘাযতীন পার্কের সামনে পথসভার মাধ্যমে প্রতিবাদ দিবস পালন করে।