নিউজ ডেস্ক ৮ অক্টোবর ২০২০: করোনার সর্বাধিক সংক্রমণের ছবি ধরা পড়েছে মহারাষ্ট্রে। তবে এখানেই শেষ নয় দেশ জুড়ে করোনার আধিপত্য দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
একই সঙ্গে করোনায় মারা গেছেন একদিনে প্রায় ৯৭১জন। এই মুহূর্তে করোনা মুক্ত হয়েছেন ৫৮লক্ষ ২৭হাজার ৭০৫জন। দেশে করোনা অ্যাক্টিভ কেস ৯লক্ষ ২হাজার ৪২৫। এইভাবে পুজোর মরসুমে করোনা সংক্রমণ বেড়েই চলায় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা রীতিমতো চিন্তায় পরে গেছেন। একটানা বেশ কয়েকদিন দেশে করোনার সংক্রমণ কম ছিল কিন্তু বুধবার থেকেই সেই ছবিটা পাল্টে যেতে শুরু করেছে।
আরও পড়ুন… মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘জয় শ্রী রাম’, গ্রেফতার ৭
তাছাড়াও তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতি বিরাট আকার ধারন করায় মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।