
মালদহের হবিবপুর ভারত-বাংলাদেশ (Indo-Bangladesh border) সীমান্তবর্তী এলাকায় জওয়ানের নিয়ে রাখি উৎসব পালন করল টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা।
এদিন সকলেই যখন রাখি বন্ধন পালন করতে ব্যস্ত সে সময় পরিবার ছেড়ে আসা ভারত বাংলাদেশ (Indo-Bangladesh border) সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করল টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যরা।ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত ৪৪ নম্বর বি এস এফের জাওয়ানদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন হয় শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি ক্যাম্পে।
অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএসএফ জওয়ানদের ইন্সপেক্টর, কনস্টেবল এবং এলাকার জনপ্রতিনিধিরা।
তাদের প্রত্যেককে আরতী ও পুজো করে রাখি পরিয়ে শেষে মিষ্টি মুখ করানো হলো। BSF জওয়ানরাও প্রত্যেকের হাতে আশীর্বাদ হিসাবে অর্থ প্রদান করল।
আর ও পড়ুন রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)
বিএসএফ জওয়ানদের নিয়ে এই ভাবেই রাখি বন্ধন উৎসব পালিত হলো ভারত বাংলাদেশের (Indo-Bangladesh border) জিরো ল্যান্ড এরিয়াতে।
দেশের সুরক্ষার জন্য নিজের পরিবার আত্মীয় পরিজন প্রত্যেককে ছেড়ে শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য জিরো ল্যান্ডে পাহারা দিয়ে চলেছে বি এস এফের জওয়ানরা। তাদেরও ইচ্ছে হয় এই রাখি বন্ধন উৎসব নিজের বোন ও দিদির সাথে পালন করতে, কিন্তু শুধুমাত্র দেশের জন্য সব কিছুকে বলিদান দিয়ে রোদ-বৃষ্টি-ঝড়-কে উপেক্ষা করে ভারতবর্ষকে সুরক্ষিত করে রেখেছেন এই বি এস এফের জওয়ানরাই।
প্রত্যেকের বাড়িতে আজকে নিজের বোন অথবা দিদিরা, নিজের ভাই অথবা দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে কিন্তু সীমান্তে (Indo-Bangladesh border) পাহারারত জাওয়ানদের কেউ রাখি পরিয়ে দেওয়ার কথা ভাবছে না ,তাই আগের বারের মতন এইবারও সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে নিজের বোন ও দিদির অনুপস্থিত মনে করতে দিল না টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যাগণ।
উল্লেখ্য, এদিন সকলেই যখন রাখি বন্ধন পালন করতে ব্যস্ত সে সময় পরিবার ছেড়ে আসা ভারত বাংলাদেশ (Indo-Bangladesh border) সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করল টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যরা।ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত ৪৪ নম্বর বি এস এফের জাওয়ানদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন হয় শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি ক্যাম্পে।