অভিষেক-গড়ে বিজেপির বৈঠক উপলক্ষে পতাকা লাগানো নিয়ে গোষ্ঠী কোন্দল
অভিষেক-গড়ে সুকান্তের সামনে মারপিট বিজেপিতে, টিফিন নিয়ে বিবাদ, নেই রাজনীতি, সাফাই নেতার সুকান্তের বৈঠক উপলক্ষে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির এক গোষ্ঠীর লোকজন। অন্য গোষ্ঠীর লোকেরা এসে তাঁদের বাধা দেন। তার পরেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি বেঁধে যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল। ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই চলল মারপিট। রাজনীতির কোনও ব্যাপার নেই, টিফিন নিয়ে গোলমাল, সাফাই জেলা সহ-সভাপতির।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল। ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই চলল মারপিট। রাজনীতির কোনও ব্যাপার নেই, টিফিন নিয়ে গোলমাল, সাফাই জেলা সহ-সভাপতির।
যদিও অভিযোগ, বৈঠক উপলক্ষে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির এক গোষ্ঠীর লোকজন। অন্য গোষ্ঠীর লোকেরা এসে তাঁদের বাধা দেন। তার পরেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি বেঁধে যায়। এ নিয়ে সুকান্তকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তার কোনও জবাব দেননি। তবে গোষ্ঠীকোন্দলের জেরে মারামারির কথা অস্বীকারও করেননি। যদিও সংবাদমাধ্যমকে সুকান্তের পরামর্শ, ‘‘আমরা আছি তো। আপনাদের চিন্তা করতে হবে না। মিডিয়ার লোকজনকে চিন্তা করতে হবে না।’’
শনিবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বৈঠক ছিল কেশপুরে। একই দিনে তাঁর কেন্দ্রে বিজেপির বৈঠকে মারামারির এমন দৃশ্য! পঞ্চায়েত ভোটের আগে যেখানে সাংগঠনিক শক্তিকে সুসংহত করার মরিয়া চেষ্টায় সব রাজনৈতিক দল, সেখানে ডায়মন্ড হারবারের মতো রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপির এমন গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ায় স্বভাবতই অস্বস্তি গোপন করতে পারছেন না গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
(সব খবর,ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )