Instagram-এর বড় পদক্ষেপ, আর DM করতে পারবেন না, Instagram ব্যবহার করেন না, এমন মানুষ সত্যিই আজকাল খুব কম। হালফিলে REELS এর কারণে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পেরেছে ইনস্টাগ্রাম। এহেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা বড় সমস্যা হল অপরিচিত ব্যক্তির কাছ থেকে মেসেজ আসা, অযাচিত গ্রুপে যে কাউকে অ্যাড করিয়ে নেওয়া। ইনস্টাগ্রামের মেসেজ অনেকের কাছেই DM নামে পরিচিত। এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে অযাচিত DM বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে Instagram। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচারের ঘোষণা করেছে, যেখানে ফলো করছেন না এমন মানুষজনের থেকে আসা DM রিকোয়েস্টের সংখ্যাটা কমানো যাবে। পাশাপাশি এই ফিচারটি যে কোনও ইউজারকে অপরিচিত ব্যক্তিদের ছবি, ভিডিয়ো বা ভয়েস মেসেজ DM হিসেবে পাঠানো থেকে বিরত রাখবে।
ইনস্টাগ্রামের মেসেজ রিকোয়েস্ট মেইন ইনবক্সের থেকে আলাদা। ইনস্টাগ্রামের DM ট্যাবের ইনবক্সের উপরে থাকা রিকোয়েস্ট বাটনে ট্যাপ করে মেসেজ রিকোয়েস্টগুলি অ্যাক্সেস করা যেতে পারে। তাঁদের কে বা কারা মেসেজ করতে পারেন, তার জন্য এভরিওয়ান, ওনলি পিপল দে ফলো বা নো ওয়ান অপশনের মধ্যে থেকে যে কোনও একটি বেছে নিয়ে ইউজাররা প্রাইভেসি সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।
নিরাপত্তার দিক থেকে ইনস্টাগ্রাম তার প্ল্যাটফর্মকে অনেকদিন ধরেই ঢেলে সাজানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টা তথা মেটার সেফটি পুশ যে শুধুই ইনস্টাগ্রামের জন্য করা হচ্ছে তা নয়। সেই সঙ্গেই আবার তা মেসেঞ্জারের জন্যও করা হচ্ছে।
মেটার ওম্যান সেফটি ডিপার্টমেন্টের প্রধান সিন্ডি সাউধওয়ার্থ এ বিষয়ে বলছেন, “আমরা চাই, ব্যবহারকারীরা যখন তাঁদের ইনবক্স খুলছেন, তখন যেন তাঁরা নিশ্চিত এবং নিয়ন্ত্রণে থাকেন।” আরও যোগ করে তিনি বলছেন, “সেই কারণেই আমরা নতুন ফিচার্সের পরীক্ষা করছি, যেখানে ইউজাররা অপিরিচিত ব্যক্তিদের অর্থাৎ যাঁদের তাঁরা ফলো করেন না, তাঁদের থেকে কোনও ভিডিয়ো বা ছবি পাবেন না।”
আরও পড়ুন – তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
ইনস্টাগ্রামের এহেন বৈশিষ্ট্য সর্বপ্রথম পরীক্ষা করা হয় জুন মাসে। মূলত, একজন ব্যবহারকারীকে তার ইনবক্সের উপরে আরও নিয়ন্ত্রণ রাখতে দেবে। যে সব ইউজাররা একে অপরকে ফলো করেন না, তাঁরা অপরিচিত কারও সঙ্গে কথাবার্তা শুরু করতে কেবল একটাই মেসেজ পাঠাতে পারবেন। আর সেই মেসেজটি কেবলই টেক্সট হিসেবে পাঠানো যেতে পারে। অর্থাৎ অপর প্রান্তের ব্যক্তিটির কাছে কোনও অযাচিত মিডিয়া পাঠানোরও সুযোগ পাবেন না ইউজাররা। হতে পারে তা কোনও ভিডিয়ো, ছবি বা ভয়েস মেসেজের মতো মিডিয়া। এখন ইউজার চাইলে সেই মেসেজ গ্রহণ বা প্রত্যাখ্যান যা-খুশি করতে পারেন। আবার অত্যন্ত অস্বস্তিদায়ক মেসেজ হলে অপরিচিত অপর প্রান্তের ইউজারকে রিপোর্ট বা ব্লকও করতে পারেন।