পিছিয়ে গেল ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা

নিজস্ব সংবাদদাতা ২৮ ডিসেম্বর ২০২০ কোলকাতা: আপনারা সকলেই অবগত আছেন যে ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন। জেনেভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুসারে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ অনুষ্ঠিত হবার তারিখ ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন, আগামী বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠিত হবে। আমরা সকলে এটাও জানি যে, কোভিড-১৯ এর প্রকোপে পৃথিবী জুড়ে। আন্তর্জাতিক বইমেলার আয়োজক হিসেবে আমরা খবর পেয়েছি, লন্ডন, আমেরিকা, প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলিও নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সদস্যরা অত্যন্ত আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেশের গর্ব ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ আমরা আয়োজন করে উঠতে সক্ষম হব কিন্তু বর্তমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে আমরা কিছুসময়ের জন্য বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা আপনাদের আশ্বস্ত করছি, যে মুহূর্তে পরিস্থিতি অনুকূল হবে, আমরা ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১-এর পরিবর্তিত তারিখ ঘোষণা করব। আমাদের একান্ত অনুরোধ, অতিমারির এই কঠিন সময়ে সঙ্গে থাকুন। এই বার্তা দিলেন বইমেলা আয়োজক সংস্থা পাবলিক এন্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন…দুর্গাপুরে খেলার মাঠ দখল করে বিজেপি’র পার্টি অফিস তৈরী কেন্দ্র করে উত্তেজনা