অনুবত ঘনিষ্ঠ’ নেতাকে জিজ্ঞাসাবাদ, গরুপাচারে তৎপর CBI

অনুব্রত

অনুবত ঘনিষ্ঠ’ নেতাকে জিজ্ঞাসাবাদ, গরুপাচারে তৎপর CBI ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বীরভূম সফর শেষেই গোরুপাচার মামলায় তৎপর সিবিআই। বীরভূমের অস্থায়ী সিবিআই ক্যাম্পে জেলবন্দি তৃণমূল নেতা (Trinamool Congress Leader) অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অস্থায়ী ক্যাম্পে বোলপুরের বাহিরি গ্রাম পঞ্চায়েত প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজনকে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল যে কোটি কোটি টাকার লটারি জিতেছেন তাঁর নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা ভজন। বৃহস্পতিবার বাইকে করে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প আসেন এই তৃণমূল নেতা। সকাল থেকেই গোরুপাচার মামলার তদন্তে সিবিআই তৎপরতা তুঙ্গে। ভজন ছাড়াও বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তৃণমূল কাউন্সিলরের নামে অনুব্রত মণ্ডল গাড়ি কিনেছিলেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। তাঁদের যাবতীয় নথি নিয়ে সিবিআই অফিসে আসতে বলা হয়ছিল। বিজয় রজক নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। তাঁর নামে বেশ কয়েকটি বেনামি অ্যাকাউন্টের হদিশ তদন্তকারীর পেয়েছেন, সিবিআই সূত্রে এমনটাই খবর।

 

 

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বীরভূমের জেলবন্দি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্ক দত্ত নামে এক তৃণমূলকর্মীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তাঁর কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তদন্তকারীদের হাতে বেশ কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট পৌঁছেছে। অনুব্রত মণ্ডলের নির্দেশই বেনামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। গাড়ি কেনা ও ব্যাঙ্ক লেনদেনের পিছনে গোরুপাচারের টাকা রয়েছে কিনা, তা জানতে চাইছে সিবিআই।

 

আরও পড়ুন-  ফের পিছিয়ে গেল করণ জোহার পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি

 

নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে নাম না করে অনুব্রত মণ্ডল ইস্যুতে মুখ খুলেছিলেন মমতা। তিনি বলেন, ‘আমার দলের দু-এক জন নেতাকে গ্রেফতার করেছে। এমনিতেই ভোটের সময় তাঁদের বাড়ির বাইরে বের হতে দিত না। তা সত্ত্বেও মানুষ আমাদের ভোট দিয়েছেন। সে যতদিন ফিরে না আসবে ততদিন বীরভূ্মের সংগঠন আমি দেখব।’ উল্লেখ্য গোরুপাচার মামলায় সিউড়ির সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে অসংখ্য ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই অ্যাকাউন্টগুলি কে চালাত, তাঁকেও মরিয়া হয়ে খুঁজছে সিবিআই। এই মামলার গতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )