বেলঘরিয়া -বেলঘরিয়ায় INTTUC নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ। যদিও দুষ্কৃতীরা যে মোটরসাইকেলে করে এসেছিল তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে বিকাশ সিং গুলিবিদ্ধ হওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই।নির্মলাদেবীর বক্তব্যকে দলবিরোধী বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র।
গত শনিবার রাতে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে টেক্সম্যাকো কারখানার কাছে গুলিবিদ্ধ হন তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং। মোটরসাইকেলে করে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, যে গাড়িটি করে দুষ্কৃতীরা অপারেশন চালিয়েছে তার মালিক ভিকি যাদব নামে এক যুবক। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে ভিকিকে খড়দা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ভিকিকে জেরা করে এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা।
বর্তমানে গুলিবিদ্ধ বিকাশ সিংয়ের কলকাতার হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন বিপন্মুক্ত।
