সুজনের স্ত্রীর নিয়োগে প্রশ্ন উঠতেই সাফ বার্তা বিমানের ,‘তদন্ত করুন, ভয় পাই না’

সুজনের স্ত্রীর নিয়োগে প্রশ্ন উঠতেই সাফ বার্তা বিমানের ,‘তদন্ত করুন, ভয় পাই না’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুজনের স্ত্রীর নিয়োগে প্রশ্ন উঠতেই সাফ বার্তা বিমানের ,‘তদন্ত করুন, ভয় পাই না’, শাসকের নজর এবার বামে। শুরু হয়েছে বাম দুর্নীতির ময়নাতদন্ত। নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শীঘ্রই প্রকাশ হবে শ্বেতপত্র, বলেছেন শিক্ষামন্ত্রী পঞ্চায়েত ভোটের আগেই বাম দুর্নীতির তালিকা সামনে এসে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। নাম জড়িয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর (Sujan Chakraborty)। তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর নিয়োগ নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তৃণমূল। উঠেছে তদন্তদের দাবি। যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) সাফ জানাচ্ছেন, তদন্তে ভয় নেই তাঁদের। জলের মতোই স্বচ্ছ ছিল বামফ্রন্ট সরকার। “তদন্ত করতে চাইলে করুক না। কোনও অসুবিধা নেই। কোনও তদন্ত নিয়ে আমাদের ভয় ভীতি থাকা উচিত নয়। কারণ এটা তো কোনও টাকার পাহাড়ের বিষয় নয়।” সাংবাদিক বৈঠকে বললেন বিমান।

 

 

 

 

 

বিমান বলেন, “তদন্ত করতে চাইলে করুক না। কোনও অসুবিধা নেই। কোনও তদন্ত নিয়ে আমাদের ভয় ভীতি থাকা উচিত নয়। কারণ এটা তো কোনও টাকার পাহাড়ের বিষয় নয়। কোনও প্রতিষ্ঠান যদি নিয়োগ করে, সেটা যদি নিয়মমাফিক হয় তাহলে কোনও অসুবিধা নেই। কিন্তু, নিয়মমাফিক না হলে যা শাস্তি হওয়ার তা হবে। কিন্তু, তদন্তে আমরা ভীত-সন্ত্রস্ত থাকি না।”

 

 

 

 

আরোও পড়ুন –ফুটপাত দখল করে দোকান ? কলকাতায় ফুটপাত দখল বন্ধ করতে আরও কড়া…

 

 

এছাড়া বিমান আরও বলেন, “তদন্ত করতে চাইলে করুক না। কোনও অসুবিধা নেই। কোনও তদন্ত নিয়ে আমাদের ভয় ভীতি থাকা উচিত নয়। কারণ এটা তো কোনও টাকার পাহাড়ের বিষয় নয়। কোনও প্রতিষ্ঠান যদি নিয়োগ করে, সেটা যদি নিয়মমাফিক হয় তাহলে কোনও অসুবিধা নেই। কিন্তু, নিয়মমাফিক না হলে যা শাস্তি হওয়ার তা হবে। কিন্তু, তদন্তে আমরা ভীত-সন্ত্রস্ত থাকি না।”

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Faebook পেজ এবং  youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top