বল করা নিয়ে ধোঁয়াশা, আইপিএলের আগে বিপাকে ধোনিরা! আইপিএলের আগে সমস্যায় চেন্নাই সুপার কিংস। নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কেনা ক্রিকেটার বল করতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে মহেন্দ্র সিংহ ধোনিরা (Mahendra Singh Dhoni) । আইপিএল শুরু হওয়ার আগে সমস্যায় মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। দলের অলরাউন্ডার বেন স্টোকস গোটা মরসুমে কবে বল করতে পারবেন, বা আদৌ বল করতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছে।
সবে হাঁটুর চোট সারিয়ে খেলায় ফিরেছেন স্টোকস। কিন্তু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সম্পূর্ণ সুস্থ দেখায়নি তাঁকে। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে মাত্র ২ ওভার বল করেছেন তিনি। ম্যাচ শেষে স্টোকস জানিয়েছিলেন, বল করতে না পারায় হতাশ তিনি।
গত নিলামে স্টোকসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই। গত বার দলের পারফরম্যান্স একদম ভাল হয়নি। এ বার তাই দল গুছিয়ে নামতে চলেছেন ধোনিরা । সেই পরিকল্পনায় অলরাউন্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টোকসের। কিন্তু এখন তাঁর বোলিং নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন – দেদার চলত লোকঠকানো, কম সুদে ঋণের টোপ! ফের ভুয়ো কলসেন্টার চক্র ফাঁস…
এই পরিস্থিতিতে আইপিএলে যাতে স্টোকসের উপর বেশি চাপ না পড়ে তার জন্য চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন, ‘‘চেন্নাই ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ফিজিয়োরা স্টোকসকে নজরে রেখেছে। মরসুমের শুরুতে শুধু ব্যাটার হিসাবে খেলানো হবে স্টোকসকে। এখনই ওকে বল করতে হবে না। ধীরে ধীরে খতিয়ে দেখা হবে যে স্টোকস বল করতে পারবে কি না। এখন ওর হাঁটুর উপর বেশি চাপ দিতে চাইছি না।’’
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলে করুন Facebook পেজ এবং Youtube )