এবছর আইপিএলে নেই পন্থ, দলের ‘অধিনায়ক’কে ? পন্থের বদলি অধিনায়ক ঠিক করে ফেলেছে দিল্লি

এবছর আইপিএলে নেই পন্থ, দলের ‘অধিনায়ক’কে ? পন্থের বদলি অধিনায়ক ঠিক করে ফেলেছে দিল্লি। গাড়ি দুর্ঘটনার জেরে চোট পাওয়া ঋষভ পন্থ এ বারের আইপিএলে খেলতে পারবেন না। তাঁকে ছাড়া খেলা কঠিন হবে সেটা মেনে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তবে পন্থের অভাব যাতে দলে অনুভূত না হয়, তার জন্য অভিনব ভাবে সম্মান জানানো হতে পারে। পন্টিংয়ের মাথায় সে রকমই ভাবনা ঘুরছে। গত ১৫ মার্চ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন পন্থ। সেখানে তাঁকে জলে নেমে হাঁটতে দেখা গিয়েছে। সাঁতার নয়, জলের ভিতর বুক পর্যন্ত নেমে হাঁটছিলেন তিনি। হাতে ক্রাচ নিয়ে হাঁটছিলেন। পায়ের জোর বাড়ানোর জন্যই এটা করছিলেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর নিজেকে সুস্থ করার চেষ্টা করে চলেছেন পন্থ। সেই পথে আরও এক ধাপ এগিয়েছেন তিনি।

 

 

 

 

দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে পন্টিং বলেছেন, “খুব ভাল হত যদি প্রত্যেকটা ম্যাচের পর পন্থকে ডাগআউটে আমার পাশে পেতাম। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তা হলে যে কোনও উপায়ে ওকে দলের সঙ্গে রাখার চেষ্টা করব। আমাদের জার্সি বা টুপিতে ওর জার্সি সংখ্যা লিখে রাখা যেতে পারে। মনে করিয়ে দিতে চাই যে ওই আমাদের আসল নেতা। সে যতই ও আমাদের সঙ্গে না থাকুক।”

 

 

আরও পড়ুন –  ক্যাগের রিপোর্ট উদ্ধৃত করে ব্রাত্য বললেন, ভদ্রতা মানেই কি দুর্বলতা? বাম আমলে…

 

পন্থের বদলি অধিনায়ক ঠিক করে ফেলেছে দিল্লি। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব। কিন্তু প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন, সেটা এখন ঠিক করা হয়নি। পন্টিং এ প্রসঙ্গে বলেছেন, “কে প্রথম উইকেটকিপার হবে তা এখনও ঠিক হয়নি। সরফরাজ খান দলে যোগ দিয়েছে। অনুশীলন ম্যাচে ও কেমন খেলে সেটার দিকে আমাদের নজর থাকবে। পন্থের এই ভূমিকাটা পালন করা সবচেয়ে কঠিন। তবে যে হেতু এ বার ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হয়েছে, তা একাধিক পথ আমাদের সামনে রয়েছে।”