শুধু চেন্নাইকে আইপিএলে নেতৃত্ব দেওয়াই নয়, এ বার আরও বড় দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। কী সেটি?

শুধু চেন্নাইকে আইপিএলে নেতৃত্ব দেওয়াই নয়, এ বার আরও বড় দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। কী সেটি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুধু চেন্নাইকে আইপিএলে নেতৃত্ব দেওয়াই নয়, এ বার আরও বড় দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। কী সেটি?আইপিএলে ধোনির কাঁধে এ বার আরও বড় দায়িত্ব ,আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে শুধু চেন্নাইকে আইপিএলে নেতৃত্ব দেওয়াই নয়, এ বার আরও বড় দায়িত্ব চাপতে চলেছে তাঁর কাঁধে। যারা মোবাইলে আইপিএল দেখাবে সেই ‘ভায়াকম ১৮’ সংস্থার বিপণন দূত হয়েছেন ধোনি। ফলে আইপিএলে সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞাপনে দেখা যাবে তাঁকে।

 

 

 

 

 

ধোনি নিজেও বেশ উত্তেজিত। জানিয়েছেন, ঘরে বসে খেলা দেখার আনন্দ সব সময়েই মধুর। সেই খেলা যদি নিজের পছন্দ অনুযায়ী দেখা যায়, তা হলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। জিয়ো সিনেমা দর্শকদের সেটাই উপহার দেবে বলে তাঁর বিশ্বাস। গোটা ভারতে ধোনির গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁকে প্রচুর মানুষ পছন্দ করেন। ফলে ধোনিকে কাজে লাগিয়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যাবে বলে মনে করছে ভায়াকমও।

 

 

আরও পড়ুন –  তিন বার অপহরণ নাবালিকাকে! প্রতি বারই অপহরণকারী একই। পুলিশের দ্বারস্থ নাবালিকার পরিবার

 

মোবাইলে ‘ভায়াকম ১৮’-এর অ্যাপ জিয়ো সিনেমায় আইপিএল দেখা যাবে। সেখানে বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাবে। শুধু তাই নয়, স্পোর্টস ১৮ চ্যানেলেও বিজ্ঞাপনে দেখা যাবে ধোনিকে। ব্যক্তিগত সমাজমাধ্যম অ্যাকাউন্টে ভায়াকমের বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠানে ধোনিকে বিজ্ঞাপনী প্রচার করতে দেখা যাবে। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে চুক্তি করে দেশের খেলাধুলোর জগতে নিজেদের দাপট দেখাতে চাইছে ভায়াকম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top