নিউজ ডেস্ক ৫ অক্টোবর কলকাতাঃ আজ দুবাইয়ের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। লড়াই হবে সেয়ানে সেয়ানে। পয়েন্ট অনুযায়ী আজকের লড়াইটা দুই বনাম তিনের।
পুরনো ম্যাচে রাজস্থানকে হারিয়ে বিরাটের ব্যাঙ্গালো। অপরদিকে কলকাতাকে হারিয়ে রীতিমতো ছন্দ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত দিল্লি ক্যাপিটালস । দিল্লির বোলিংয়ে বড়ো ভরসা রাবাডা- নর্টজ।
আরও পড়ুন… বাংলা সারা বিশ্বকে পথ দেখাবে, বললেন মুখ্যমন্ত্রী
বিরাটের ভরসা নভদীপ সাইনি ,যুজভেন্দ্র চাহল। আইপিএল কিন্তু এক কথায় জমে উঠেছে। সাপ লুডোর ওঠা নামায় কাকে ফেলে কে এগিয়ে যাবে এখন সেটাই দেখার।