Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
কলকাতা পুলিশ থেকে বদলি হলেন দময়ন্তী সেন,

 কলকাতা পুলিশ থেকে আবার বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে

 কলকাতা পুলিশ থেকে আবার বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা পুলিশ থেকে আবার বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে বদলি হলেন দময়ন্তী সেন lমঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে কলকাতার পুলিশের স্পেশাল কমিশনার (২) পদ থেকে দময়ন্তীকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে। ২০১৯ সালের সেপ্টেম্বর দময়ন্তীকে প্রায় ৭ বছর পরে কলকাতা পুলিশে ফেরত আনা হয়েছিল। সে সময় রাজ্য পুলিশের আইজি পদ থেকে তাঁকে আনা হয়েছিল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) পদে।

 

 

 

 

 

সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে কলকাতা হাই কোর্ট ৩ সদস্যের যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল, তার সদস্য ছিলেন দময়ন্তী। ওই সিট-এর অন্য দুই সদস্য হলেন রয়েছেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। নামখানা এবং দেগঙ্গা ধর্ষণকাণ্ড, কাকদ্বীপে জোড়া খুন, আলিপুরের ব্যবসায়ী পরিবারের বধূ রসিকা জৈনের রহস্যমৃত্যুর মতো বেশ কয়েকটি মামলার তদন্তে হাই কোর্ট গঠিত সিট-এর সদস্য ছিলেন দময়ন্তী।

 

 

 

আরও পড়ুন –   ‘একটু জল দিন’, মৃতদেহের স্তূপ থেকে উদ্ধারকর্মীর পা জড়িয়ে ধরল একটি হাত,

 

 

 

২০১৯ সালের সেপ্টেম্বর দময়ন্তীকে প্রায় ৭ বছর পরে কলকাতা পুলিশে ফেরত আনা হয়েছিল। সে সময় রাজ্য পুলিশের আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদ থেকে তাঁকে আনা হয়েছিল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) পদে। ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০১২ সালে কলকাতা পুলিশ থেকে সরিয়ে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলের ডিআইজি পদে পাঠানো হয়েছিল তাঁকে।

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top