ভারতের গুপ্তচর সংস্থার নয়া প্রধান হচ্ছেন আইপিএস অফিসার রবি সিনহা। সোমবার (১৯ জুন), ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ ‘র’ (RAW)-এর নয়া প্রধান হিসেবে নিয়োগ করা হল অভিজ্ঞ আইপিএস অফিসার রবি সিনহাকে। ছত্তিসগড় ক্যাডারের ১৯৮৮-র ব্যাচের আইপিএস অফিসার রবি সিনহা। র-এর দায়িত্ব পাওয়ার আগে তিনি মন্ত্রিপরিষদ সচিবালয়ের বিশেষ সচিবের দায়িত্বে ছিলেন। সাত বছর র-এর অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। এদিন মন্ত্রিসভার নিয়োগ কমিটি আগামী দুই বছরের মেয়াদে তাঁকে ‘র’-এর প্রধান হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে। ফলে, সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন রবি সিনহা। চলতি বছরের ৩০ জুনই ‘র’ প্রধান হিসেবে কাজের মেয়াদ শেষ হবে সামন্ত কুমার গোয়েলের।
দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে পড়াশোনা করেছেন রবি সিনহা। সরকারি বিজ্ঞপ্তিতে রবি সিনহাকে ‘একজন লো প্রোফাইল অফিসার’ বলে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়েছে, দেশের ‘পেশাদারি দক্ষতার জন্য তিনি দেশের সমস্ত গোয়েন্দা সংস্থায়, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তাঁর জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব ভারতের উপদ্রুত এলাকাগুলিতে এবং বামপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় ট্রায়াল রান সফল, কবে চালু হবে পটনা-রাঁচি বন্দে…
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সচিবালয়ের বিশেষ সচিব আইপিএস অফিসার শ্রী রবি সিনহাকে, ৩০ জুন সামন্ত গোয়েলের মেয়াদ পূর্ণ হওয়ার পর, গবেষণা ও বিশ্লেষণ উইং-এর প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরের দুই বছর বা পরবর্তী আদেশ পর্যন্ত, তিনি এই পদে থাকবেন।”