মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা উপদেষ্টা হলেন এক প্রাক্তন সিবিআই কর্তা, বিরোধীরা পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলছেন প্রতিনিয়ত। সেই পরিস্থিতিতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইপিএস রূপক কুমার দত্ত। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কাজ শুরু করেছিলেন তিনি, তবে মন্ত্রিসভার অনুমোদন মিলল আজ সোমবার।
পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিরোধীরা পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলছেন প্রতিনিয়ত। সেই পরিস্থিতিতে এই নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই আইপিএস অফিসার কেন্দ্রীয় সংস্থা সিবিআই-তে দায়িত্ব সামলেছেন প্রায় ১৮ বছর। টু জি স্পেকট্রাম, অগাস্টা ওয়েস্টল্যান্ড সংক্রান্ত একাধিক স্পর্শকাতর মামলার তদন্তের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরে ২০১৭ সালের শুরুতে কর্নাটক পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের সভার দিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। সেই গাড়ি থেকে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গলিতেই আটক করা হয় তাঁকে। তাঁর কাছে পাওয়া যায় ছুরি, ভোজালি। আরও কিছুদিন আগে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সারারাত লুকিয়ে ছিলেন।
আরও পড়ুন – মুক্তি চাই! নিজেকে নির্দোষ প্রমাণ করতে এ বার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পার্থ…
১৯৮১ সালের ব্যাচের আইপিএস রূপক কুমার দত্ত ছিলেন কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর। কর্নাটক পুলিশের ডিজি হিসেবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তাঁকেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হল। জানা গিয়েছে, মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।