অন্তঃসত্ত্বা বিরাট পত্নী অনুস্কা? দ্বিতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন বিরাট অনুস্কা? বেশ কয়েকদিন ধরে এমনই একটি দাবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার বেবি বাম্পের ছবি। ভারত নেদারল্যান্ড ম্যাচের জন্য বেঙ্গালুরুতে পৌঁছেছেন বিরুষ্কা, আর সেখানের একটি ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো ঢিলেঢালা পোশাকে কি অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট।
দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই খবর, দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন বিরাট-অনুষ্কা। তবে এই নিয়ে মুখ খোলেননি বিরাট-অনুষ্কা। মাঠে ব্যাট হাতে ম্যাজিক দেখাচ্ছেন বিরাট। ১২ নভেম্বর আগামী ম্যাচের জন্য ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন বিরুষ্কা। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কালো পোশাকে অনুষ্কার ভিডিও। বিরাটের হাত ধরে রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহের জন্য ইডির চিঠির উত্তর দিল এসএসকেএম
এর আগে, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে হাজির ছিলেন অনুষ্কা। সেখানে তিনি পরেছিলেন একটি ঢিলেঢালা ওয়ান পিস। সেখানে অরিজিত্ সিংহের (Arijit Singh)-এর ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। এরপরে, ইডেনের ম্যাচের দিন বিরাট কোহলির জন্মদিন ছিল। সেই ম্যাচে অনেকেই ভিআইপি বক্সে অনুষ্কাকে প্রত্যাশা করেছিলেন অনেকেই। সেই ম্যাচে ম্যাজিকাল সেঞ্চুরি করেছিলেন কোহলি। তবে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েও, সেইদিন ম্যাচ দেখতে আসেননি অনুষ্কা। তবে সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিও দেখে সুখবরের প্রত্যাশায় রয়েছেন অনুরাগীরা। কার্যত ভাইরাল অনুষ্কার এই ভিডিও।
জন্মদিনের দিন, সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা লিখেছিলেন, ‘বিরাট কোহলি হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি T20I কর্মজীবনে শূন্যতম বলে উইকেট নিয়েছেন’। তারপরের ছবিতেই দেখা গেল মজার অঙ্গভঙ্গী করে দাঁড়িয়ে বিরাট। পরনে ভারতের জার্সি। তৃতীয় ছবিতে স্বামী-স্ত্রীর সেলফি। ছবির সিরিজ পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘বিরাট সত্যিই নিজের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ব্যতিক্রমী! তবুও কিছু একটা ভাবে বারবার নিজের উজ্জ্বল মুকুটে সেরার পালক জুড়তেই থাকে। আমি তোমাকে ভীষণ ভালবাসি, এই জীবনে, তারপরে এবং অশেষ সেই ভালবাসা, তা যে কোনও আকার, আকৃতি বা যাই হোক না কেন।’ তবুও কিছু একটা ভাবে বারবার নিজের উজ্জ্বল মুকুটে সেরার পালক জুড়তেই থাকে। আমি তোমাকে ভীষণ ভালবাসি, এই জীবনে, তারপরে এবং অশেষ সেই ভালবাসা, তা যে কোনও আকার, আকৃতি বা যাই হোক না কেন।’