বিরোধীরা কি একজোট হচ্ছে? একে একে ভিড় বাড়ছে ডিএ বিক্ষোভ মঞ্চে, জবাব দিলেন মুখ্যমন্ত্রীও ,প্রথম দিকে আন্দোলনটা ছিল মূলত রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের। পরে তাতে সমর্থন দেয় সিপিএমের সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সেই মঞ্চেই রবিবার গেরুয়া রং লাগে। চলে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ। তাঁর পাশেই বসে থাকতে দেখা যায় অধুনা বিখ্যাত কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে। দু’জনে হাতও মেলান। সোমবার সেই মঞ্চেই গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরে পরেই সেই মঞ্চে দেখা গেল সদ্য জেল থেকে মুক্তি পাওয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে।
তবে কি বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে চলতি আন্দোলনে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ মিলে ‘মহার্ঘ জোট’ হতে চলেছে? এমনই প্রশ্ন তৈরি করেছে রবি ও সোমের ঘটনাপরম্পরা। তেমন সম্ভাবনা যে একেবারে উড়িয়ে দিচ্ছে না শাসক শিবির, তার ইঙ্গিত মিলেছে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। তিনি ডিএ নিয়ে বলতে গিয়ে একযোগে আক্রমণ করেছেন রাজ্যের তিন প্রধান বিরোধী রাজনৈতিক দলকে। প্রশ্নের সুরে বলেছেন, ‘‘ছয় শতাংশ ডিএ-র পরে কী চান? আমি বিরোধীদের বলছি। আপনারাই ঠিক করুন।’’ এর পরেই ডিএ প্রশ্নে সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়ে মমতার আক্রমণ, ‘‘মুখোশ খুলে গিয়েছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস সব একসঙ্গে!’’
বিধানসভা থেকে অগ্নিমিত্রা পাল-সহ বিধায়কদের নিয়ে পায়ে হেঁটে ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের একাংশের বিক্ষোভ-অনশন মঞ্চে পৌঁছন শুভেন্দু। সেখানে বক্তৃতা দিয়ে বিধানসভায় ফিরে যাওয়ার সময় তিনি বলেন, ‘‘আমরা এখানে রাজনীতি করতে আসিনি। আমরা এই কর্মীদের পাশে আছি।’’ কর্মীদের তিনি বলেন, ‘‘আপনারা হাইকোর্টের একক বেঞ্চে জিতেছেন। ডিভিশন বেঞ্চে জিতেছেন। সুপ্রিম কোর্টেরও জিতবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনাদের জয় হবেই!’’ প্রসঙ্গত, আগামী ১৫ মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন – পাঁচ সংখ্যালঘু নেতার সঙ্গে জরুরি বৈঠকে মমতা, রিপোর্ট চান দ্রুত!
বস্তুত, সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের প্রার্থী জেতায় এবং তার পরে কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভকে গ্রেফতারর ঘটনায় জোটের পালে খানিকটা হলেও হাওয়া লেগেছে। মহার্ঘ ভাতার দাবি সামনে রেখে সেই জোট আরও জোরালো করতে চাইছে দু’পক্ষ। সেই মঞ্চে চলে এসেছে বিজেপিও।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )