ISER এর এক ছাত্রের আত্মহত্যা- কিন্তু সুইসাইড নোটে উল্লিখিত দোষীদের গ্রেপ্তার করল না পুলিশ-বিক্ষোভে ছাত্র ছাত্রীরা! নদীয়ার হরিণঘাটায় গত রবিবার রাতে আত্মহত্যা করে ISER এর এক ছাত্র শুভদীপ রায়। আর তার এই আত্মহত্যা নিয়েই ক্রমশ দানা বাঁধছে রহস্য।সূত্রের খবর,এই মৃত্যুর পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পরিবারের কাছে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।এছাড়াও জানা গেছে যে হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়িতে মৃত ছাত্র শুভদীপের মা লিখিত অভিযোগ জানিয়েছেন।কিন্তু,এফ আই আর কপি তার হাতে এখনও পর্যন্ত দেওয়া হয় নি।
এমনকি জাগুলি হাসপাতালে ছাত্রের মৃতদেহ অবধি তার মাকে দেখতে দেওয়া হয়নি বলে জানা গেছে।আর এই ধরনের অদ্ভুত গোপনীয় কর্মকান্ডের প্রতিবাদে এবং ষড়যন্ত্রের আশংকায় বুধবার ৬০০এর ও বেশী ISER এর ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়। ছাত্রছাত্রীরা জানতে পেরেছে, ওই সুইসাইডনোটে যাদের নাম রয়েছে প্রশাসন সব জানা সত্ত্বেও তাদের এখনও গ্রেফতার করেনি।আর তাই তাদের দাবী উপরিউক্ত কাজ গুলি যত তাড়াতাড়ি সম্ভব করে প্রশাসন যেন তার দায়িত্ব পালন করে এবং এই মৃত্যুর তদন্ত যেন সঠিক ভাবে করা হয়।এদিকে, আশ্চর্যজনক আর একটি ঘটনা হল, ছাত্রের মৃত্যুতে গোটা কলেজ শোকস্তব্ধ হয়ে গেছে কিন্তু ডিরেক্টর কোনো সমবেদনা তো জানানই নি উল্টে তার সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বলেই দেখা গেছে।
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
উল্লেখ্য, নদীয়ার হরিণঘাটায় গত রবিবার রাতে আত্মহত্যা করে ISER এর এক ছাত্র শুভদীপ রায়। আর তার এই আত্মহত্যা নিয়েই ক্রমশ দানা বাঁধছে রহস্য।সূত্রের খবর,এই মৃত্যুর পরে তার পকেট থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পরিবারের কাছে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।এছাড়াও জানা গেছে যে হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়িতে মৃত ছাত্র শুভদীপের মা লিখিত অভিযোগ জানিয়েছেন।কিন্তু,এফ আই আর কপি তার হাতে এখনও পর্যন্ত দেওয়া হয় নি। এমনকি জাগুলি হাসপাতালে ছাত্রের মৃতদেহ অবধি তার মাকে দেখতে দেওয়া হয়নি বলে জানা গেছে।আর এই ধরনের অদ্ভুত গোপনীয় কর্মকান্ডের প্রতিবাদে এবং ষড়যন্ত্রের আশংকায় বুধবার ৬০০এর ও বেশী ISER এর ছাত্র-ছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়।