Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ভ্যালেন্টাইনস ডে-তে অবরুদ্ধ হতে পারে রাজপথ,

ভ্যালেন্টাইনস ডে-তে অবরুদ্ধ হতে পারে রাজপথ, নওশাদের মুক্তির দাবিতে সর্বদলীয় মিছিল,

ভ্যালেন্টাইনস ডে-তে অবরুদ্ধ হতে পারে রাজপথ, নওশাদের মুক্তির দাবিতে সর্বদলীয় মিছিল,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভ্যালেন্টাইনস ডে-তে অবরুদ্ধ হতে পারে রাজপথ, নওশাদের মুক্তির দাবিতে সর্বদলীয় মিছিল, ১৫ তারিখ ভাঙড়ে আরেকটি সর্বদলীয় মিছিল করার কর্মসূচি রয়েছে। আবার ১৫ তারিখের পরে ভাঙড় চলো ডাক দিয়েছে ISF। পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক তথা ISF নেতা নওশাদ সিদ্দিকি। তারপর ISF-এর তরফে দীর্ঘ প্রতিবাদ-বিক্ষোভের পরেও এখনও পর্যন্ত মুক্তি পাননি তিনি। এবার নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে সর্বদলীয় মিছিল হতে চলেছে রাজপথে। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ISF, CPM, CPI সহ বাম দলগুলি একযোগে মিছিল করতে চলেছে। এটিকে আবার নাগরিক সমাজের মিছিল বলে আখ্যা দিয়েছেন SFI-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। সকলকে এই নাগরিক সমাজের মিছিলে সামিল হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

 

 

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরেই গ্রেফতার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। সেই সঙ্গে গ্রেফতার হন আরও ১৮ আইএসএফ কর্মী-সমর্থক। তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। প্রথমে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি ফের তাঁদের আদালতে পেশ করা হলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার নওশাদ সিদ্দিকিকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ISF। সেই হুঁশিয়ারি যে একেবারে অমূলক নয়, তা ১৪ তারিখ থেকে পরপর ঘোষিত কর্মসূচিতেই স্পষ্ট।

 

আরও পড়ুন – গরু আলিঙ্গন দিবস’ নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহারের পর এবার মুখ খুললেন দিলীপ ঘোষ

 

জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টা নাগাদ রামলীলা ময়দান থেকে সর্বদলীয় মিছিল শুরু হবে এবং যেখান থেকে নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল, সেই ধর্মতলাতেই মিছিল শেষ হবে। এই মিছিলে CPIM থাকবে বলে ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মহম্মদ সেলিম। এই মিছিলের কর্মসূচি ঘোষণার সময়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের শমীক লাহিড়ী এবং কল্লোল মজুমদারও। মহম্মদ সেলিম জানান, নওশাদ সিদ্দিকির মুক্তির পাশাপাশি আরাবুল ইসলামের গ্রেফতার সহ মূলত চারটি দাবিতে এই মিছিল করা হচ্ছে। এই দাবিগুলি হল, বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, ভাঙড়ে অবিলম্বে শাসকদলের মদতে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে, দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে এবং আরাবুল সহ তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।

 

ভ্যালেন্টাইনস ডে-তে কলকাতা রাজপথে নওশাদের সমর্থনে মিছিল করার পাশাপশি ১৫ তারিখ ভাঙড়ে আরেকটি সর্বদলীয় মিছিল করার কর্মসূচি রয়েছে। আবার ১৫ তারিখের পরে ভাঙড় চলো ডাক দিয়েছে ISF। সবমিলিয়ে বলা যায়, সময় যত এগোচ্ছে, ততই নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top