ভাঙড়ে গেলেই বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকী , এবার আদালতে মামলা ঠুকলেন নওশাদ, ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার। নিজেরই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqui) বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নিজের নির্বাচনী কেন্দ্রে বারংবার বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqui)। বিধায়কের দাবি, ১৪৪ ধারা না থাকা সত্ত্বেও তাঁকে ভাঙড়ে (Bhangar) প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। কেন পুলিশ যেতে বাধা দিচ্ছেন তাঁর মক্কেলকে এই প্রশ্নের উত্তর চেয়েছেন নওশাদের (Nawshad Siddiqui) আইনজীবী। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁরা। বিধায়ককে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta)। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
গতকাল নওশাদ (Nawshad Siddiqui) বারংবার অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আটকানো হচ্ছে তাঁকে। তিনি যুক্তি দিয়ে বলেন,”নবান্ন (Nabanno), হাইকোর্ট চত্বর (Calcutta High Court), লালবাজার (Lalbazar), সবজায়গাতেই ১৪৪ ধারা থাকে। সাধারণ মানুষ যেতে পারে। অথচ আমাকে আমার এলাকাতেই ঢুকতে দিচ্ছে না।” এ দিকে, আইএসএফ (ISF) -এর অভিযোগ, পুলিশ নওশাদকে (Nawshad Siddiqui) বাধা দিলেও ভাঙড়ে ১৪৪ ধারার মধ্যেই সভা করছে তৃণমূল (Trinamool Congress) । প্রায় শতাধিক কর্মী-সমর্থকদের সমাবেশ করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saukat Molla) । এরপরই পুলিশের দ্বিচারিতার অভিযোগ তোলেন তাঁরা।
আরও পড়ুন – হঠাৎ অসুস্থ ‘কালীঘাটের কাকু’, নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে
রবিবারও নওশাদ (Nawshad Siddiqui) পড়তে হয় পুলিশি বাধার মুখে। আটকানো হয় তাঁর গাড়ি। যুক্তি দেওয়া হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। ডিএসপি ক্রাইমকে (বারুইপুর) আইএসএফ (ISF) নেতা প্রশ্ন করেন, “এত গাড়ি কী করে যাচ্ছে তাহলে? আমি কি ১৪৪ ধারা বলবত রয়েছে এমন এলাকায় দাঁড়িয়ে আছি?” এরপরই আদালতে যাওয়ার কথা জানান তিনি।
( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)