কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি, ‘ক্যাটেগরি’ নিয়ে ধন্দে বিধায়কও, নওশাদ সিদ্দিকির (Nawsad Siddiqui) বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রবিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রকের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) সাতজনের একটি দল ফুরফুরায় এসে পৌঁছয়। তাঁরাই আপাতত ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। যদিও কোন ক্যাটেগরির নিরাপত্তা নওশাদ (Nawsad Siddiqui) পেলেন তা এখনও স্পষ্ট নয়। তিনি নিজেও তা নিয়ে ধন্দে। সোমবার ভাঙড়ের বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে (calcutta High Court) । এরপরই সবটা স্পষ্ট হবে বলে জানান তিনি। নওশাদ (Nawsad Siddiqui) বলেন, “কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেয়। সেইমতো আজ আমি নিরাপত্তা পেলাম। কোন ক্যাটেগরি দেওয়া হল চূড়ান্ত হয়নি। সোমবার সেটা জানতে পারব।”
নওশাদের (Nawsad Siddiqui) বক্তব্য, “কলকাতা হাইকোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল। সেইমতোই আজ বিকেল ৪টেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) সাতজনের একটি টিম আমার বাড়িতে আসে। কোন ক্যাটেগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয় এখনও স্পষ্ট হয়নি। আগামিকাল (২৫ জুন) কলকাতা হাইকোর্টে আমার নিরাপত্তা বিষয়ক মামলার শুনানি রয়েছে। সেখানে বিস্তারিত জানতে পারব হয়ত।”
আরও পড়ুন – মমতা বলেছিলেন মাওবাদী, আজও চলছে মামলা, শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরে কি জানলেন…
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লেখেন নওশাদ (Nawsad Siddiqui)। সেখানে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেন ভাঙড়ের বিধায়ক। একইসঙ্গে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নিরাপত্তা চেয়ে মামলা করেন তিনি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানিও হয়। আদালত নির্দেশ দেয় বিধায়কের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে। তবে কোন ক্যাটেগরির নিরাপত্তা নওশাদকে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা কেন্দ্রেরই।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)