লোকসভা নির্বাচনে অভিষেককে চ্যালেঞ্জ, অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়তে চান নওশাদ, সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Elections) কথাও মাথায় রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বীরভূমের জনসভায় এসে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছেন অমিত শাহ। আর এবার লোকসভা ভোটের কথা নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddiqui) গলাতেও। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে চান আইএসএফ বিধায়ক নওশাদ। টিভি নাইন বাংলাকে ভাঙড়ের বিধায়ক জানালেন, আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়তে চান তিনি। দল যদি অনুমতি দেয়, তাহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধেই প্রার্থী হতে চান তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার ডায়মন্ড হারবারে আইএসএফ-এর এক দলীয় কর্মিসভায় প্রথম এই বিষয়ে নিজের ইচ্ছার কথা বলেছিলেন নওশাদ। আর এবার আরও সুর চড়ালেন আইএসএফ বিধায়ক। ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়ার ভাবনার কথা প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে নওশাদের স্পষ্ট কথা, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কাজ করে থাকেন উনি জিতবেন, আমি হারব। না হলে উল্টোটা হবে।’
সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ ইতিমধ্যেই বেশ চর্চায় রয়েছে রাজ্য রাজনীতিতে। সেটি নিয়েও বিশেষ ভাবিত নন নওশাদ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক এও বলেন, ‘অভিষেকবাবু কোথায় কী মডেল করেছেন, সেই প্রসঙ্গে গিয়ে আমার কাজ নেই। যদি কোনও ভাল কাজ করে থাকেন, তাহলে আইএসএফ-এর প্রার্থী যিনি হবেন, বা যদি আমি প্রার্থী হই… তাহলে আমি হেরে যাবে। যদি সেখানে অভিষেকবাবুর গ্রহণযোগ্যতা থাকে, তাহলে অভিষেকবাবু জিতবেন… আর যদি আইএসএফ-এর গ্রহণযোগ্যতা থাকে, তাহলে আইএসএফ জিতবে।’
আরও পড়ুন – এসপি সিনহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্জশিটে
নওশাদ সিদ্দিকী আরও বললেন, ‘এটা আমার মনের ইচ্ছা। এখানে যেভাবে সংগঠন বেড়ে উঠছে, যদি দল অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে দলের পক্ষ থেকে হেভিওয়েট কেউ থাকতে পারেন। বা, যদি দল আমাকেও এখানে সুযোগ দেয়, তাহলে আমিও এখানে লড়তে পারি। ডায়মন্ড হারবারের মানুষের কণ্ঠ হয়ে লোকসভায় আমি যেতে পারি, বা আমার দলের কেউ যেতে পারেন।’ শুধু তাই নয়, বিধায়কের দাবি বর্তমানে বাংলায় যেসব জায়গায় আইএসএফ-এর সংগঠন মজবুত হয়েছে, তার মধ্যে একটি ডায়মন্ড হারবার। তবে ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ভাবনাকে বাড়তি চাপ হিসেবে একেবারেই দেখছেন না নওশাদ। তাঁর সাফ কথা, ‘কে কোথায় আছেন, কে সেকেন্ড-ইন-কমান্ড, কোথায় দাঁড়াচ্ছেন, সেটা আমার টার্গেটের জায়গা নয়। ডায়মন্ড হারবারে আমাদের সংগঠন মজবুত হয়েছে এবং সেই কারণেই দলের কাছে আমি আমার প্রস্তাব রাখব।’