আরাবুলের ডেরায় ১১টি আসনে জয় ISF-জোটের, কি বলছেন দাপুটে নেতা আরাবুল ?

আরাবুলের ডেরায় ১১টি আসনে জয় ISF-জোটের, কি বলছেন দাপুটে নেতা আরাবুল ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আরাবুলের ডেরায় ১১টি আসনে জয় ISF-জোটের, কি বলছেন দাপুটে নেতা আরাবুল ? আরাবুল ইসলামের গড়ে জয়ী আইএসএফ । নিজের গড় হাতছাড়া হল তৃণমূল নেতা আরাবুল ইসলামের। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। এখানে তৃণমূল ১টি ও আইএসএফ এবং জমি কমিটি জয়ী হয়েছে ১১টি আসনে। প্রতিক্রিয়া দিতে গিয়ে আরাবুল বলেন, “আমি আগে থেকেই আঁচ করতে পেরেছি পোলেরহাট ২ কোনওমতে রক্ষা করা যাবে না। এখানে সাতটি প্রার্থী হেরেছে আমাদের। হতেই পারে। বাকি জায়গায় জিতেছি।”

 

 

 

 

 

 

 

 

 

বস্তুত, পোলেরহাট গ্রাম ২ পঞ্চায়েতে একদিকে যেমন তৃণমূল রয়েছে অন্যদিকে রয়েছে আইএসএফ ও জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষ কমিটি। এই প্রথম তারা জোট করেছে। আর এই জোট করার পরই তৃণমূল এই এলাকায় জয়ী হতে পারবেন না বলে আঁচ করেন আরাবুল। এই রেজাল্ট বের হওয়ার পর থেকেই ভাঙড়ে বিভিন্ন জায়গা থেকে বোমার আওয়াজ আসতে শুরু করে। পরিস্থিতি রক্ষার স্বার্থে বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশানাল এসপি তিনি কাশীপুর থানার পুলিশকে নিয়ে এলাকা ডমিনেশন করছেন। একই সঙ্গে মোবাইলে নির্দেশ দিচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটালেই তাঁকে গ্রেফতার করা হবে। এরপরই বিশাল পুলিশ বাহিনী এলাকায়-এলাকায় যাচ্ছেন।

 

 

 

 

আরও পড়ুন –  দিলীপের বুথে জয়ী তৃণমূল, কি প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের ,

 

 

 

আরাবুল ইসলাম পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত অঞ্চলের নেতা। তাঁর গড়ে বিরোধীদের জয় নিতান্তই তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আমি আগে থেকেই আঁচ করতে পেরেছি পোলেরহাট ২ কোনওমতে রক্ষা করা যাবে না। এখানে সাতটি প্রার্থী হেরেছে আমাদের। হতেই পারে। বাকি জায়গায় জিতেছি।” তিনি আরও বলেন, “ওই এলাকায় আমাদের কর্মীদের উপর লাগাতার অত্যাচার হয়েছে। প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। তাই জানতাম যে এখানে খারাপ ফল হবে।”

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top