যুদ্ধের মধ্যেই হঠাৎ নরেন্দ্র মোদীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর, কী বললেন

যুদ্ধের মধ্যেই হঠাৎ নরেন্দ্র মোদীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর, কী বললেন

শনিবার হামাসের আচমকা হামলার পর একে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা করেছিলেন নেতানিয়াহু। যার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ। ৫০ বছর পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে তেল আবিব। এরই মধ্যে যুদ্ধের চতুর্থ দিন, অর্থাত্‍, মঙ্গলবার (১০ অক্টোবর), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুনঃ রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ দুগ্ধ চাষিদের, করেন রাস্তা অবরোধও

প্রধানমন্ত্রীকে ফোন করে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। পাল্টা প্রধানমন্ত্রী মোদী, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, নরেন্দ্র মোদী লিখেছেন, “”প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছেন। এর জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে।”

 

গত শনিবার ইজরায়েলে হামাসের হামলার পরই, এই হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছিলেন, “ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার খবরে গভীরভাবে শোকাহত। হতাহতদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। তাদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছি।”

 

প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। গত শনিবার সকালে আচমকা ইজ়রায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস বাহিনী। ২০ মিনিটে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ইজ়রায়েল দাবি করেছে যে, প্যারাগ্লাইডিং করে জলপথে এবং সড়কপথে প্রচুর জঙ্গি তাদের এলাকায় ঢুকে হামলা চালিয়েছে। এর পর থেকেই যুদ্ধ বেধেছে দু’দেশের মধ্যে।

 

শনিবার হামাসের আচমকা হামলার পর একে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা করেছিলেন নেতানিয়াহু। যার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সংঘাতের সুর আরও তীব্র করার বার্তা দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। মঙ্গলবার ইজ়রায়েলের দাবি করেছে, সে দেশে ১৫০০ জন হামাস জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। হামাসের হামলার মোকাবিলা করতে দেশের সেনাবাহিনীকে ছাড় দিয়েছে ইজ়রায়েল সরকার। তার পর থেকেই গাজ়ায় নির্বিচারে বোমা ফেলছে ইজ়রায়েলের যুদ্ধবিমানগুলি। হামাসকে আইএস বলে দাবি করেছেন নেতানিয়াহু। হামাসের হামলার মোকাবিলা করতে দেশের সেনাবাহিনীকে ছাড় দিয়েছে ইজ়রায়েল সরকার। তার পর থেকেই গাজ়ায় নির্বিচারে বোমা ফেলছে ইজ়রায়েলের যুদ্ধবিমানগুলি। হামাসকে আইএস বলে দাবি করেছেন নেতানিয়াহু।

en.wikipedia.org