আরও একটা ইতিহাস গড়ার পথে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। দুর্গাপুজোর সপ্তমীতে নয়া ইতিহাস তৈরিতে ইসরো। গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশযানে নভোশ্চরদের পাঠানোর স্বপ্ন দেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আর তা সেই স্বপ্ন পূরণের জন্য ২১ অক্টোবর পরীক্ষা চালানো হবে। তবে সময়ে সামান্য বদল হয়েছে।
আরও পড়ুন: পুজোর আবহে সদ্যজাতের ছবি শেয়ার করলেন গৌরব-ঋদ্ধিমা
২১ অক্টোবর সকাল ৮টার সময় উড়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে বলে ঘোষণা করা হয়েছিল ইসরোর তরফে। তবে এই দিনই সকালে সেই সময়ে সামান্য পরিবর্তনের কথা ঘোষণা করে ইসরো। ৮টার জায়গায় সাড়ে আটটায় অর্থাৎ আধ ঘণ্টা দেরিতে উড়বে এই পরীক্ষামূলক উড়ান।
গগনযান মিশনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ইসরোর পরীক্ষামূলক এই মিশনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। প্রথম টেস্ট ভেহিক্য়াল TV-D1 উড়ানটি উৎক্ষেপণ হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে। ২০ অক্টোবর থেকেই শুরু হয়েছে কাউন্টডাউন।
যেখান থেকে দেখা যাবে লাইভ স্ট্রিমিং
৮টা থেকে লাইভ শুরু হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৮টা থেকে। যেখান থেকে দেখা যাবে লাইভ স্ট্রিমিং
http://isro.gov.in
https://facebook.com/ISRO
YouTube: https://youtube.com/watch?v=BMig6ZpqrIs
DD National TV
ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার যে টেস্ট ভেবিকেল অ্যাবর্ট মিশন-১ অথবা TV-D1 মহাকাশযানের উৎক্ষেপণ করা হবে। এটি আদতে একটি রকেট হবে। এই মহাকাশযানটিতে থাকবে ক্রিউ মডিউল ও ক্রিউ এস্কেপ মডিউল। নভোশ্চরদের নিয়ে ও ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হবে। ২০২৪ সালের শেষের দিকে যখন গগনযান মিশন হবে, তখন মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘ক্রিউ মডিউল’ ও ক্রিউ এস্কেপ মডিউল’ কতটা সুরক্ষিত থাকবে তা ইসরো যাচাই করে দেখবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার উচ্চতায় উপরে উঠবে টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশন-১ বা TV-D1 মিশন। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ক্রিউ মডিউল ও ক্রিউ এস্কেপ মডিউল বিচ্ছিন্ন হয়ে যাবে। খুলে যাবে একাধিক প্যারাশুট। তারপর ক্রমশ নীচের দিকে নেমে আসতে থাকবে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে অবতরণ করবে বঙ্গোপসাগরে। তারপর তা উদ্ধার করে নিয়ে আসবে ভারতীয় নৌবাহিনী। ‘টেস্ট ফ্লাইট’-এর মাধ্যমে ইসরো খতিয়ে দেখে নিতে চাইছে যে আসল গগনযান মিশনের সময় যদি কোনও সমস্যা হয়, তাহলে নভোশ্চরদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে।