আরও এক ইতিহাস গড়বে ইসরো, কখন-কোথায়-কী ভাবে দেখবেন রকেট উৎক্ষেপণ ? চন্দ্রযান-৩ মিশন শুরু হয়েছে হইহই করে। সাফল্যে সিঁড়িতে চড়চড়িয়ে দৌড়ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এরই মধ্যে এল আর এক সুখবর। ইসরোর মুকুটে নয়া পালক জোড়ার আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো পিএসএলভি-সি৫৬-এর (PSLV-C56) আসন্ন উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে আর একটি মাইলফলক ছুঁতে প্রায় প্রস্তুত। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের এই রকেট রকেট খুবই তাৎপর্যপূর্ণ সারা বিশ্বের কাছে।
সিঙ্গাপুরের ডিএস-সার (DS-SAR) কৃ্ত্রিম উপগ্রহও বয়ে নিয়ে যাবে পিএসএলভি-সি৫৬ (PSLV-C56)। অভিযান ঘিরে চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পিএসএলভি-সি৫৬ (PSLV-C56 Launch) রকেটটি তৈরি করা হয়েছে কোর অ্যালোন মোডে (Core Alone)। অর্থাৎ প্রয়োজন হবে না সাধারণ রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত ছয় স্ট্র্যাপের বুস্টারের। হালকা ওজনের উপযোগী কম বুস্টার ব্যবহার করেই এই উৎক্ষেপণ করা হবে। এর আগে পিএসএলভি-৫৫ (PSLV-C55) রকেট উৎক্ষেপণেও ব্যবহার করা হয়েছিল এই একই প্রযুক্তি। এর পাশাপাশি আরও ছয়টি কৃত্রিম উপগ্রহ থাকছে রকেটে।
ইসরোর তরফে জানানো হয়েছে, ডিএস-সার (DS-SAR) কৃত্রিম উপগ্রহটিকে নিরক্ষীয় কক্ষপথের কাছে ৫ ডিগ্রি অবস্থানে স্থাপন করা হবে। ৫৩৫ কিলোমিটার উচ্চতায় রাখা হবে। এই DS-SAR কৃত্রিম উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের ডিএসটিএ (DSTA) এবং এসটি (ST) ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। ডিএস-সার (DS-SAR) কৃত্রিম উপগ্রহটির ওজন ৩৬০ কেজি। ছবি তোলার কাছে এই কৃত্রিম উপগ্রহটিকে ব্যবহার করা হবে। ভূস্থানিক তথ্যও পাঠাবে এটি।
এস-সার (S-SAR) কৃত্রিম উপগ্রহে রয়েছে একটি সিন্থেটিক অ্যাপারচার রেডার পে লোড। এটি তৈরি করেছে ইজরায়েল এ্যারস্পেস ইন্ডাস্ট্রিজ। এই রেডারে অতি উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্য়মেই পাওয়া যাবে দিন-রাতের আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য। এক মিটার রেজলিউশনের ছবি তুলতে পারবে এটি। বাণিজ্যিক স্বার্থে এই ছবি ব্যবহার করবে স্মার্টসিটি, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা পরিষেবায় যুক্তসংস্থা ST ইঞ্জিনিয়ারিং ।
এছাড়াও রয়েছে ২৩ কেজির ভেলক্স-এএম (VELOX-AM) মাইক্রোস্যাটেলাইট, পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ আরকেড (ARCADE), থ্রি ইউ (3U) ন্যানোস্যাটেলাইট ফ্লাইং টেকনোলজি স্কুব-২ (SCOOB-2), ন্যানোস্যাটেলাইট নুলিয়ন (NuLIoN), গালাসিয়া-২ (Galassia-2) ন্যানোস্যাটেলাইট এবং ওআরবি-১২ স্ট্রিডার (ORB-12 STRIDER) কৃত্রিম উপগ্রহ। পৃথিবীকে কম উচ্চতা থেকে প্রদক্ষিণ করবে গালাসিয়া-২ (Galassia-2) ন্যানোস্যাটেলাইট। পিএসএলভি উৎক্ষেপণে ইসরোর সাফল্যের হার ৯৪%। আন্তর্জাতিক সহযোগিতাও পাচ্ছে ইসরো।
আরও পড়ুন – ২৯-৩০ জুলাই মণিপুর পরিদর্শন করবে ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল
রবিবার সকাল ৬টায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি-সি ৫৬ রকেট (PSLV-C56)। বৃহস্পতিবার রকটটির ড্রেস রিহার্সাল সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, রবিবার সকাল ৬টা এই উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।
ইউটিউব: https://youtube.com/live/zYVvY4D4MKA?feature=share
ফেসবুক: https://facebook.com/ISRO
এছাড়াও দেখা যাবে ডিডি ন্যাশনালে।