‘একটা ছেলে ক্লাসে বারবার ফেল করত…’, কাদের সম্পর্কে টুইট করলেন? কেন বললেন নাড্ডা?

‘একটা ছেলে ক্লাসে বারবার ফেল করত…’, কাদের সম্পর্কে টুইট করলেন? কেন বললেন নাড্ডা? মণিপুর ইস্যুতে যখন সংসদ উত্তাল, তখন বিরোধীদের আক্রমণ করতেও পিছপা হচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষত বিরোধী দলগুলি মিলে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A নামে যে জোট তৈরি করেছে, সে সম্পর্কে বারবার কটাক্ষ করছেন গেরুয়া শিবিরের নেতারা। এবার বিরোধীদের ব্যর্থতা বোঝাতে ‘ফেল করা ছেলে’র গল্প বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সম্প্রতি কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ মোট ২৬ টি দল তৈরি করেছে জোট, যার নামকরণ করা হয়েছে I.N.D.I.A।

 

 

 

 

 

 

উল্লেখ্য, জোটের নাম নিয়ে আক্রমণ শানাতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা শুনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, ইন্ডিয়া নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে বলেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

 

 

 

 

 

মঙ্গলবার একটি টুইটে নাড্ডা লিখেছেন, এক পড়ুয়া বারবার সব পরীক্ষায় ফেল করত। তার প্রতিবেশী থেকে সহপাঠী, সবাই তাকে অপছন্দ করতে শুরু করেছিল। তারপর তার বাবা-মা ভাবলেন তার নামটা বদলে ফেলা দরকার, তাতে তার ভাবমূর্তি বদলাতে পারে। সেরকম একজন পড়ুয়ার সঙ্গেই I.N.D.I.A জোটের তুলনা করেছেন নাড্ডা। অর্থাৎ তাঁর দাবি, বারবার ব্যর্থ হয়েই নাম বদলে ভাবমূর্তি ফেরাতে চাইছে বিরোধী জোট।

 

 

আরও পড়ুন –   ‘আমাদের যা খুশি নামে ডাকতে পারেন…’, টুইট করে প্রধানমন্ত্রীকে জবাব রাহুলের,

 

 

আরও পড়ুন –  আতঙ্ক উত্তরপ্রদেশেও, হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, রইলো ভিডিও…

 

সম্প্রতি কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ মোট ২৬ টি দল তৈরি করেছে জোট, যার নামকরণ করা হয়েছে I.N.D.I.A। সেই বিরোধীরাই বাদল অধিবেশনের শুরু থেকে সংসদে বিক্ষোভ প্রদর্শন করছে। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )