নিজস্ব সংবাদদাতা ৩১ অক্টোবর ২০২০ নিউটাউন:আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন তিনি। ইকোপার্ক থেকে ৭ টা নাগাদ প্রাতঃভ্রমন সেরে বেরিয়ে যান তিনি।
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কলকাতা সফর বাতিল নিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহের কলকাতা সফর নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন আগে ঠিক ছিল উত্তর বাংলায় জেপি নাড্ডা জি আসবেন এবং দক্ষিণ বাংলায় অমিত শাহ আসবেন। অমিত শাহ জির শরীর খারাপ থাকায় জেপি নাড্ডা জি আসছেন। কালকে থেকে আমাদের কাছে যে সূচনা এসেছে, তাতে আগামী ৫ ও ৬ তারিখ দক্ষিণ বাংলায় দুটি বৈঠক নেবেন কার্যকর্তাদের অমিত শাহ। আমাদের দুটি জোন। ৫ তারিখ রাঢ় বেঙ্গল এবং মেদিনীপুর জোনে।
আরও পড়ুন…নিজের পেশা ভুলে স্ত্রীর প্রচারে ব্যস্ত ডগলাস এমহফ
৬ তারিখ কলকাতা এবং নবদ্বীপ জোনে বৈঠক হবে। কখন হবে, কোথায় হবে সেটা আজকে বৈঠকে ঠিক হবে। জেপি নাড্ডা নর্থ বেঙ্গল করেছেন। অমিত শাহ সাউথ বেঙ্গল করবেন সেভাবেই ঠিক হয়েছে কর্মসূচী।