তালিবানকে আসলে মদত দিয়েছে পাকিস্তানই, স্বীকার করলো জাবিউল্লা মুজাহিদ (Jabiullah Mujahid)

তালিবানকে আসলে মদত দিয়েছে পাকিস্তানই, স্বীকার করলো জাবিউল্লা মুজাহিদ (Jabiullah Mujahid)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Jabiullah Mujahid
তালিবানকে আসলে মদত দিয়েছে পাকিস্তানই, স্বীকার করলো জাবিউল্লা মুজাহিদ  (Jabiullah Mujahid)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

তালিবানকে আসলে মদত দিয়েছে পাকিস্তানই। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে অশান্তি তৈরি। এবার তালিবান নিজেই সেকথা এক প্রকার স্বীকার করে নিল। তালিবানদের তরফে জানানো হলো,  ‌‘‌পাকিস্তানই তালিবানের জন্ম দিয়েছে, আমাদের দ্বিতীয় বাড়ি’। এই কথা পাক সংবাদ মাধ্যমের সামনেই বলল তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ (Jabiullah Mujahid)।

 

তিনি (Jabiullah Mujahid) বলেন,  ‘‌আফগানিস্তানের সীমান্তে রয়েছে পাকিস্তান। ধর্মের দিক থেকে দেখলে আমরা সম্পর্কযুক্ত। দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ভাল। তাই আমরা আগামী দিনে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই।’‌

 

আর ও পড়ুন    ছেলের নাম কী রাখলেন নুসরত (Nusrat) ?

 

তালিবানের হয়ে তার (Jabiullah Mujahid) আবেদন, আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে ভারত সহ অন্যান্য দেশের সাহায্য দরকার। প্রসঙ্গত এক্ষেত্রে ভারতের কথাও তুলেছে তারা। তবে বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে অন্য রকম সম্পর্ক। ব্যবসা-বাণিজ্য থেকে অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাকিস্তানকেই। সেই প্রসঙ্গেই বলে, ‘‌পাকিস্তান আমাদের আর এক বাড়ি।’‌ তালিবানের জন্ম যে পাকিস্তানের হাতেই, সেকথাও জানায় তালিবান মুখপাত্র।

 

সেই সঙ্গে তালিবানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলে জাবিউল্লা (Jabiullah Mujahid)। তিনি জানিয়েছেন, ‘‌সবেমাত্র একটা লড়াই শেষ করেছি আমরা। এবার সেই অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। সেই নতুন অধ্যায়ে সমস্ত দেশের সহায়তা চাই আমাদের।’‌

 

উল্লেখ্য, ভারত রাষ্ট্রসঙ্ঘে আগেই এই অভিযোগ করেছিল। আফগানিস্তানে গনি সরকারের আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহও একই দাবি করেছিলেন।

 

উল্লেখ্য, তালিবানকে আসলে মদত দিয়েছে পাকিস্তানই। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে অশান্তি তৈরি। এবার তালিবান নিজেই সেকথা এক প্রকার স্বীকার করে নিল। তালিবানদের তরফে জানানো হলো,  ‌‘‌পাকিস্তানই তালিবানের জন্ম দিয়েছে, আমাদের দ্বিতীয় বাড়ি’। এই কথা পাক সংবাদ মাধ্যমের সামনেই বলল তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ (Jabiullah Mujahid)। তালিবানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলে জাবিউল্লা (Jabiullah Mujahid)।

 

তিনি জানিয়েছেন, ‘‌সবেমাত্র একটা লড়াই শেষ করেছি আমরা। এবার সেই অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। সেই নতুন অধ্যায়ে সমস্ত দেশের সহায়তা চাই আমাদের।’‌ তালিবানের হয়ে তার (Jabiullah Mujahid) আবেদন, আফগানিস্তানকে নতুন করে গড়ে তুলতে ভারত সহ অন্যান্য দেশের সাহায্য দরকার। প্রসঙ্গত এক্ষেত্রে ভারতের কথাও তুলেছে তারা। তবে বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে অন্য রকম সম্পর্ক। ব্যবসা-বাণিজ্য থেকে অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাকিস্তানকেই। সেই প্রসঙ্গেই বলে, ‘‌পাকিস্তান আমাদের আর এক বাড়ি।’‌ তালিবানের জন্ম যে পাকিস্তানের হাতেই, সেকথাও জানায় তালিবান মুখপাত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top