পুলিশের অনুমতি ছাড়াই যাদবপুরে SFI-এর জমায়েত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবি, সমাবেশে অনড় এসএফআই (SFI)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর প্রতিবাদে তাদের এই সমাবেশ। ‘স্বপ্নের সমাবেশ’ নাম দিয়েছে এসএফআই (SFI)। তবে এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ (Police) । কিন্তু তারপরও এ দিন সভার আয়োজন করেছে বাম ছাত্র সংগঠন (SFI)। এ দিকে, তৃণমূলের (TMC) সভাবেশে অনুমতি মিললেও এসএফআই (SFI)-এর সমাবেশে কেন অনুমতি নয় সেই নিয়ে উঠছে প্রশ্ন তুলেছেন তাঁরা। মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র্যাগিংয়ের (Ragging) জেরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। প্রতিবাদে এভিবিপি (AVBP) ও টিএমসিপি (TMC) ছাত্র পরিষদ রাস্তায় নামে। বাম (CPIM) এবং অতিবামেদের কাঠগড়ায় তোলে উভয় দলই। সেই নিয়ে মিছিলে উত্তাল হয় রাজপথ। এমনকী যাদবপুর ক্যাম্পাসে (Jadavpur Campus) বামপন্থী পড়ুয়াদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের তুমুল সংঘর্ষের খবরও প্রকাশ্যে আসে। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড (Jadavpur 8B Bus Stand) চত্ত্বরে ইতিমধ্যেই এসএফআই (SFI)-এর কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছেন। পাহাড়া দিচ্ছে পুলিশও (police)।
আরও পড়ুন – রান্নার গ্যাস ভরা হচ্ছে অটোয়! মেট্রো স্টেশনের নীচে রমরমিয়ে চলছে ‘কাটা গ্যাসের’…
আরও পড়ুন – আজ নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্নের আমন্ত্রণে ‘না’ বাম-কংগ্রেসের
মঙ্গলবারের এই সমাবেশের প্রধান বক্তা সিপিএম (CPIM)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim) , সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty) ও সৃজন ভট্টাচার্যরা (Srijan Bhattacharya)।মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত। এসএফআই (SFI)-এর অভিযোগ, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নয়, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তৃণমূলের ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে।
আরও পড়ুন – ইডির বিরুদ্ধে অভিযোগ লিপস অ্যান্ড বাউন্ডসের, ‘অসন্তুষ্ট’ লালবাজার
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )