দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি ক্ষুব্ধ কুণালের,

দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি ক্ষুব্ধ কুণালের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি ক্ষুব্ধ কুণালের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা ঘিরে শুক্রবারই দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন ফের তিনি বলেন, “যাদবপুরের ঘটনা কড়া হাতে পালন করতে হবে। দাদাগিরি, অসভ্যতা চলতে পারে না। এই ঘটনায় যাঁরা যাঁরা জড়িত, তাঁদের মুখ খুলতে হবে। সকলকে তদন্তে সহযোগিতা করতে হবে। দোষীদের আড়াল করার ধারা আছে। যাঁরা আড়াল করতে চাইবেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

 

 

 

 

শুক্রবার বিষয়টি নিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, “যাদবপুরে যে ঘটনা ঘটেছে, তাতে র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। ওই জায়গায় কয়েকজন কি আচরণ করেছেন? কে কে ছিল? নতুন ছেলেদের কেন আতঙ্কে থাকতে হবে ওই সম্মানজনক প্রতিষ্ঠানে! অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।”

 

 

 

 

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এদিন সৌরভকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে আগামী ২২ অগাস্ট পর্যন্ত আদালতে রাখার নির্দেশ দেয়।

 

 

 

 

আরও পড়ুন –  দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। কোনও দুর্নীতি সহ্যও করবেন না, সবুজায়নে শ্বেতপত্রের…

 

 

 

 

 

কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “হস্টেলের সকলে যেন সহযোগিতা করেন। তাঁদের বাড়ির লোকেরা যেন প্রভাবশালীদের ধরাধরি না করেন। এই সব বরদাস্ত করা হবে না। কেন পোশাক ছিল না? কেন সে ভয়ঙ্কর সংলাপ বলল? তদন্ত চাই। কারা এর পেছনে আছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নামীদামী লোকদের কাছে অনেকে যাচ্ছেন। কীভাবে মামলা করে ঠেকানো যায়। আইনজীবীর অভাব নেই বুদ্ধি দেওয়ার। কিন্তু বিরোধীদের অনুরোধ এটা করতে দেবেন না।”

 

( সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top