কোর্ট লকআপে ঢোকানোর মুখে কি বলে গেলেন বন্দি শান্তনু? ‘আত্মবিশ্বাস আছে, অপেক্ষা করুন’! বিচার বিভাগীয় হেফাজত শেষে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বিচার ভবনে আনা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। কোর্ট লক আপে ঢোকানোর মুখে শান্তনুর বাড়িতে মেলা ৩৪৬ জন প্রার্থিতালিকা সম্পর্কে জিজ্ঞেস করা হলে শান্তনু বলেন, ‘‘আমার আত্মবিশ্বাস আছে। আগামী দিনের জন্য অপেক্ষা করুন।’’ প্রসঙ্গত, শান্তনুকে ১৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে হাজির করানো হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee),চার্জশিটে ইডির দাবি, শান্তনুর (Shantanu Banerjee) বাড়ি থেকে একটি তালিকা পাওয়া গিয়েছে। তাতে ৩৪৬ জনের নাম রয়েছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ওই তালিকা তৈরি করেছিলেন এমনটাই ইডির দাবি।
গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু (Shantanu Banerjee)। পরে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী শান্তনু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলে দাবি করেছে ইডি। ইডির অভিযোগ, চাকরি বিক্রি করে এত বিপুল অর্থ আয় করেছেন শান্তনু। ধৃত শান্তনুর পিছনে কে বা কারা ছিলেন, চাকরি বিক্রি করার টাকা শান্তনুর কাছে কী ভাবে আসত, তা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি (ED)।
আরও পড়ুন – নবান্নের দুই দফতরে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী
আরও পড়ুন – নিয়োগ মামলায় জমা পড়ল আরও একটি চার্জশিট, রয়েছে তিন জনের নাম
ইডি চার্জশিটে দাবি করেছে, শান্তনুর শোয়ার ঘর থেকে একটি তালিকা পাওয়া গিয়েছে। তাতে ৩৪৬ জনের নাম রয়েছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ (Kuntal Ghosh)ওই তালিকা তৈরি করেছিলেন, তদন্তে তা জানতে পেরেছে বলে ইডির দাবি। ১৭ জেলার ৩৪৬ জন প্রাথমিকের চাকরিপ্রার্থীর নাম আছে ওই তালিকায়।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )