আবারও খবরের শিরনামে জম্বু এবং কাশ্মীরের পুলওয়ামা। স্বাধীনতা দিবসের আগেই বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। শনিবার সাত সকালে পুলওয়ামায় জঙ্গি এবং ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। তার মধ্যে একজনের নাম ল্যাম্বো এবং অপরজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
গোপন সূত্রের খবর পেয়ে দাচিগাম জঙ্গলে অভিযান চালায় পলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। ওই জঙ্গলে আগে থেকেই লুকিয়ে ছিল জঙ্গিরা। পুলিশ এবং সেনাবাহিনীদের দেখে তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। সূত্রের খবর অনুযায়ী মৃত জঙ্গি ল্যাম্বো ওরফে আদনান জঙ্গি গোষ্ঠী সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা। এছাড়াও জানা যায় ল্যাম্বো পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ছিল।
স্বাধীনতা দিবসের আগে ভারতীয় সেনার এই সাফল্য বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তিকে আলাদা মাত্রা দেবে বলে মনে করছেন অনেকেই। পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড জঙ্গি নেতা ল্যাম্বোকে এনকাউন্টারে মেরে ফেলায়, কিছুটা হলেও স্বস্তি পেলেন পুলওয়ামা হামলার নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ানের পরিবার।