আবিরা, বছর তিনেকের ছোট্ট মেয়ে। দু-চোখে হাজারো স্বপ্ন। কিন্তু, এই ছোটো বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছে তার জীবন। কঠিন স্নায়ুর অসুখে যে আক্রান্ত জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চ জেলার নাবালিকা আবিকা শর্মা। তার অসুখ যে সারবে না, তা নয়। কিন্তু, ছোট্ট আবিকার চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক কোটি টাকা। যা জোগাড় করার সামর্থ্য আবিকার নিম্ন মধ্যবিত্ত বাবা-মায়ের নেই। অগত্যা অর্থের জোগাড় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দ্বারস্থ হয়েছে ছোট্ট আবিকা এবং তার পরিবার। ভিডিয়োবার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জীবন বাঁচানোর আবেদন জানিয়েছে ছোট্ট আবিকা। তার সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: শরীরচর্চার পাশাপাশি রোজকার খাবারের তালিকায় রাখুন এই পাঁচটি বীজ
আবিকার ভিডিয়োটি দেখলে যে কারও চোখে জল চলে আসবে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিয়োটিতে কখনও দেখা যাচ্ছে মায়ের কোলে শুয়ে, কখনও নাকে নল লাগিয়ে হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে, তো আবার কখনও প্রাণোচ্ছ্বল আবিকা। হাত জোড় করে সে মোদীজির কাছে প্রাণ বাঁচানোর আবেদন জানাচ্ছে।
আবিকার বাবা সুশীল শর্মা জানান, তাঁর মেয়ে বিরল স্নায়ুর অসুখ, নিউরোনাল সেরয়েড লিপোফুসিনোসিস টাইপ 2 (CLN2)-তে আক্রান্ত। এই অসুখের চিকিৎসা ভারতে সম্ভব। কিন্তু, ওষুধ ও ইঞ্জেকশন আনতে হবে কানাডা অথবা আমেরিকা থেকে। এই রোগের চিকিৎসার জন্য প্রায় ৫-৬ কোটি টাকা প্রয়োজন।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য সুশীল শর্মার পক্ষে ৫-৬ কোটি টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারার জন্যই ৭ মাস আগে তাঁর বড় মেয়ে জীবিকা শর্মার মৃত্যু হয়েছে। আবিকার মতো একই অসুখে আক্রান্ত ছিল সে। এবার ছোট মেয়ের চিকিৎসা করাতে না পারলে সেও মৃত্যুর কোলে ঢলে পড়বে।
আবিকা অবশ্য জন্ম থেকে এরকম ছিল না। সুশীল শর্মা জানান, সুস্থ-সবল শিশু হিসাবেই ভূমিষ্ঠ হয়েছিল আবিকা। তারপর একটু বড় হতেই তার নানান সমস্যা দেখা দেয়। এখন আবিকার বয়স ৩ বছর ২ মাস। এখন হঠাৎ করেই তাঁর খিঁচুনি হয়, হাঁটতে গিয়ে পড়ে যায় এবং গলার স্বরও ক্ষীণ হয়ে আসতে। এই কঠিন অসুখের জেরে তার বাড়বাড়ন্ত বাধা পাচ্ছে।
টাকার অভাবে বড় মেয়ের ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি আবিকার পরিবার। তাকে অকালে হারাতে হয়েছে। এবার ছোট মেয়েকে হারাতে নারাজ তাঁরা। সুশীল শর্মা জানান, মেয়ের চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য গত কয়েক মাস ধরে অনেকের দ্বারে-দ্বারে ঘুরেছেন। কিন্তু, কোনও সুরাহা হয়নি। অগত্যা এখন তাঁদের কাছে মোদীজিই ভরসা! মেয়ের প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছেন অসহায় বাবা-মা।