কঙ্কনা রানাওয়াতের পর এবার বিজেপির কাছে হেনস্থা হতে হল বলিউডের বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারকে ( remarks )। ফের আইনি জটে পড়লেন জাভেদ আখতার। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ও তালিবানদের বিরুদ্ধে সম্প্রতি করা জাভেদ আখতারের মন্তব্যের জেরে মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর আগে বিজেপি নেতারা এই গীতিকারের কাছ থেকে এই মন্তব্যের জন্য হাতজোড় করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ( remarks )।
পিটিআই সূত্রের খবর, ‘মুম্বই পুলিশ গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আরএসএসের বিরুদ্ধে মন্তব্য করার জন্য। মুম্বইয়ের এক আইনজীবী সন্তোষ দুবে জাভেদ আখতারের বিরুদ্ধে মুলুন্ড থানায় এফআইআর দায়ের করেছেন।’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে জাভেদ আখতার বলেন, ‘তালিবানরা যেমন ইসলামিক রাষ্ট্র চায়, তেমনি এই দেশেও এখন অনেকে আছে যারা হিন্দু রাষ্ট্র চায়। এই মানুষদের একই মানসিকতা, তারা মুসলিম, খ্রীষ্টান, ইহুদি বা হিন্দু যেই হোক না কেন।’ জাভেদ আরও বলেন, ‘অবশ্যই, তালিবানরা বর্বর, এবং তাদের কাজ নিন্দনীয়, কিন্তু যারা আরএসএস, ভিএইচপি এবং বজরং দলকে সমর্থন করে তারা সবাই একই।’
আর ও পড়ুন গ্রেফতার হলেন অখিলেশ যাদব, কেন?
বিজেপির মুখপাত্র ও মহারাষ্ট্রের বিধায়ক রাম কদম জাভেদ আখতারের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং জানান যে আরএসএস ও ভিএইচপিকে তালিবানের সঙ্গে তুলনা করার জন্য যতদিন না তিনি ক্ষমা চাইছেন ততদিন তাঁর সিনেমা দেশে প্রদর্শন করা উচিত নয়।’ রাম কদম টুইটারে ভিডিও পোস্ট করে বলেন, ‘এই মন্তব্য করার আগে তাঁর ভাবা উচিত ছিল যে একই মতাদর্শের লোকেরা এখন সরকার পরিচালনা করছেন এবং রাজধর্ম পালন করছেন। যদি তাঁদের মতাদর্শ তালিবানী হতো, তাহলে তিনি কি এই মন্তব্য করতে পারতেন? এটি দেখায় যে তার বক্তব্যগুলি কতটা ফাঁকা। কিন্তু এই ধরনের মন্তব্য করে তিনি আরএসএস কর্মীদের অনুভূতিতে আঘাত করেছেন যাঁরা দেশের দরিদ্র মানুষের সঙ্গে কাজ করে। যদি তিনি তাদের কাছে ক্ষমা না চান তাহলে আমরা তার সিনেমা এই দেশে চলতে দেব না।’
এর পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও জাভেদ আখতারের আইনি লড়াই চলছে। কঙ্গনা ও জাভেদ দু’জনেই একে-অপরের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। কিছুদিন আগেই আদালতে এ নিয়ে কঙ্গনা ও জাভেদ আখতার মুখোমুখি হয়েছিলেন। প্রসঙ্গত, গীতিকার জাভেদ আখতারের সঙ্গে বিতর্কের সম্পর্ক বহু পুরনো। উনি সর্বদাই নিজের বয়ানবাজি নিয়ে ফেঁসে যান।