ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জয়া দত্ত (Jaya Dutta)

ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জয়া দত্ত (Jaya Dutta)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Jaya Dutta
ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, জানালেন তৃণমূল ছাত্র পরিষদের জয়া দত্ত (Jaya Dutta)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আগামী ২৮আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দিনটি পালনের জন্য বিভিন্ন জায়গায় চলছে বৈঠক এবং আলোচনা সভা। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পূর্বস্থলীতে.।

 

আর ও পড়ুন     উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস

 

জায়গা এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ।কিন্তু একমাত্র গুজরাটে পালিত হবে না। কারণ সেখানে মোদি বাবু তৃণমূলের ছোঁয়া লাগতে দেবে না।

 

তৃণমূল ছাত্র পরিষদের আটাসে আগস্ট। প্রতিষ্ঠা দিবস ও সম্মেলন হবে মেদগাছি স্কুল মাঠে। সেই কর্মযজ্ঞ দেখতে এসে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত (Jaya Dutta) জানালেন। সঙ্গে ছিলেন, ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ডঃ রেজাউল মোল্লা।

 

আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্যে ও রাজ্যে বাইরের সাথে কালনায়, মেদগাছি স্কুল মাঠে পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ‌।

 

সেই প্রতিষ্ঠাতা দিবসের অনেক ছাত্র পরিষদের কর্মীরা অংশগ্রহণ করবেন। করোনা বিধি মেনে কিভাবে অনুষ্ঠান করা যায় সেই কর্মকাণ্ডই দেখতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত ও ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রেজাউল মোল্লা।

 

তারা সারা মাঠ ঘুরে দেখেন , ২৮শে আগস্ট যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ‌এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  জয়া দত্ত (Jaya Dutta) বলেন, রাজ্যে সব জায়গায় এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে পালিত হলেও গুজরাটে মোদি বাবু পালন করতে দেবেন না ,তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ।কারণ ২০২৪এর আগেই যদি তৃণমূলের ছোঁয়া লাগে, তাহলেই ২০২৪ এর আগেই মোদিবাবুকে প্যাডে প্রাক্তন কথাটি লিখতে হবে।

 

সেই কারণেই গুজরাটে প্রতিষ্ঠাতা দিবস পালন করতে দেবেনা মোদি বাবু।এদিন তিনি একটি ছোটখাটো সভা ও করেন।সেইসভাতে তৃণমূল কর্মী ও ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

জয়া দত্ত (Jaya Dutta) বলেন, রাজ্যে সব জায়গায় এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে পালিত হলেও গুজরাটে মোদি বাবু পালন করতে দেবেন না ,তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ।কারণ ২০২৪এর আগেই যদি তৃণমূলের ছোঁয়া লাগে, তাহলেই ২০২৪ এর আগেই মোদিবাবুকে প্যাডে প্রাক্তন কথাটি লিখতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top