জিতেন্দ্র তেওয়ারীর (Jitendra Tewari) গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো চটি

জিতেন্দ্র তেওয়ারীর (Jitendra Tewari) গাড়ি লক্ষ্য করে ছোড়া হল জুতো চটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Jitendra Tewari
জিতেন্দ্র তেওয়ারীর ( Jitendra Tewari ) গাড়ি লক্ষ্য করে ছোরা হয় জুতো চটি,দেখানো হয় কালো পতাকা
ছব সংগ্রহে সাইন টিভি

পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী ( Jitendra Tewari ) মঙ্গলবার পাণ্ডবেশ্বরে দলীয় কর্মী বিকাশ বাউড়ির বাড়ীতে মনসা পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলেন । অন্ডালের উখড়ার বহুলার কাছে হটাৎ বেশ কিছু লোকজন জিতেন্দ্র তেওয়ারীকে ( Jitendra Tewari )  দেখা মাত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন,ঝাঁটা হাতে নিয়ে এই আন্দোলনে সামিল হন আন্দোলনকারীরা। জিতেন্দ্র তেওয়ারীর গাড়ি লক্ষ্য করে ছোরা হয় জুতো চটি,দেখানো হয় কালো পতাকা।

 

আর ও পড়ুন  ঢাকার আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে এবার সিনেমা (Cinema) হচ্ছে বলিউডে (Bollywood)

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ,কিন্তু পরিস্তিতি সামাল দিতে বেশ হিমশিম খেতে হয় পুলিশকে।প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে জিতেন্দ্র তেওয়ারীর ( Jitendra Tewari ) গাড়ি আটকে রেখে প্রবল বিক্ষোভ।পড়ে পুলিশ পরিস্থিতি কোনোক্রমে সামাল দেয় পরিস্থিতি।

 

বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর অভিযোগ,নিচু তলার কর্মীদের দিয়ে পদের লোভ দেখিয়ে বা পদ চলে যাওয়ার ভয় দেখিয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এই কাজ করাচ্ছেন,এতে এদের কোনো দোষ নেই,তবে পুলিশকে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী সাফ জানিয়ে দেন পাণ্ডবেশ্বরে দলীয় কর্মীর বাড়ীতে তিনি যাবেনই এতে যা হওয়ার তাই হোক।

 

অন্যদিকে স্থানীয় বহুলা পঞ্চায়েতের প্রধান বিরবাহাদুর সিংয়ের অভিযোগ,এলাকায় অশান্তি তৈরীর লক্ষ্যে বারবার জিতেন্দ্র তেওয়ারী চেষ্টা করছে,যেটা মানুষ আর মেনে নিচ্ছে না।

 

আরও পড়ুন- দিলীপে (Dilip) আগ্রহী আর শুভেন্দুতে (sivendhu) অনীহা মমতার, এটা কি রাজনৈতিক চাল?

 

প্রায় দু ঘন্টা বিক্ষোভ চলার পর শান্ত হয় পরিস্থিতি,জিতেন্দ্র তেওয়ারী ( Jitendra Tewari )  যান পাণ্ডবেশ্বরে দলীয় কর্মী বাড়ীর পুজোর অনুষ্ঠানে।দিন কয়েক আগে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে দলীয় এক মহিলা কর্মীকে তার ঘরে দেখতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী,সেই বার রাস্তায় বসে পড়ে পাল্টা বিক্ষোভে সামিল হয়েছিলেন এই বিজেপি নেতা।

 

এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মঙ্গলবার অন্ডালের বহুলা অঞ্চলে কালো পতাকা ঝাঁটা নিয়ে সাথে গাড়িতে জুতো ছুঁড়ে দিয়ে প্রবল বিক্ষোভের ঘটনার জেরে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি অঞ্চলে।

 

উল্লেখ্য,  বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর অভিযোগ,নিচু তলার কর্মীদের দিয়ে পদের লোভ দেখিয়ে বা পদ চলে যাওয়ার ভয় দেখিয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব এই কাজ করাচ্ছেন,এতে এদের কোনো দোষ নেই। তবে পুলিশকে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী সাফ জানিয়ে দেন পাণ্ডবেশ্বরে দলীয় কর্মীর বাড়ীতে তিনি যাবেনই এতে যা হওয়ার তাই হোক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top